রোববার, ০৬ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নানা ক্ষেত্রে অবদান রাখায় প্রশংসা মেয়র এরিক এডামসের

গ্রেসি ম্যানসনে বাংলাদেশিদের মিলনমেলা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৩, ৪ এপ্রিল ২০২৫

গ্রেসি ম্যানসনে বাংলাদেশিদের মিলনমেলা

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামসের বাস ভবন গ্রেসি ম্যানসনে গতকাল বৃহস্পতিবার আয়োজন করা হয় বাংলাদেশ হেরিটেজ অনুষ্ঠানের। এতে সাইটেশন দিয়ে কমিউনিটির বিভিন্নস্তরের প্রতিনিধিত্বশীল ব্যক্তিকে সম্মানিত করা হয়।

বক্তব্যে মেয়র এরিক এডামস নিউইয়র্ক সিটি বিনির্মানে অবদান রাখায় বাংলাদেশিদের প্রশংসা করেন। ক্রমবর্ধমান বাংলাদেশ কমিউনিটির ব্যবসা ও বাণিজ্যের সফলতাও তুলে ধরেন নিউইয়র্ক সিটি মেয়র। তিনি জোর দিয়ে বলেন, তিনি সব সময় বাংলাদেশিদেরকে তার রাজনৈতিক ও সামাজিক যাত্রায় সঙ্গে পেয়েছেন। অনুষ্ঠানের ছবিগুলো তুলেছেন -নিহার সিদ্দিকী।
 

শেয়ার করুন: