
ছবি - নবযুগ
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত সম্মিলিত মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি ও বিস্তারিত কর্মসূচি ঘোষণার লক্ষ্যে গত ৪ এপ্রিল সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট পার্টি হলে অনুষ্ঠিত হলো এক সংবাদ সম্মেলন ও প্রস্তুতি সভা। সম্মেলনে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক, মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায় এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মুজাহিদ আনসারী।
সম্মেলনে জানানো হয়, নিউইয়র্কে বসবাসরত ৩০টিরও অধিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত “সম্মিলিত বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদ” এবারের পহেলা বৈশাখ উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী শোভাযাত্রার আয়োজন করেছে। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “অশুভের দুয়ারে শুনি জনতার রণধ্বনি”।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে দমন করার ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধের আদর্শ ও সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের অপচেষ্টার বিরুদ্ধে এ শোভাযাত্রা একটি প্রতীকী প্রতিবাদ। সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় প্রবাসীদের এ সম্মিলিত প্রয়াস একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।
এবারের মঙ্গল শোভাযাত্রা শুরু হবে ১২ এপ্রিল, শনিবার (২৮ চৈত্র ১৪৩১) বিকেল ৪টায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজা থেকে। শোভাযাত্রা ৩৭ রোড ধরে ৭৭ স্ট্রিট, ৩৭ এভিনিউ হয়ে ৭৩ স্ট্রিট ঘুরে পুনরায় ডাইভার্সিটি প্লাজায় গিয়ে শেষ হবে।
শোভাযাত্রা সফল করতে গঠিত হয়েছে ১০১ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি এবং বিশিষ্টজনদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের সভাপতি সৈয়দ মোহাম্মদউল্লাহ এবং উপদেষ্টাগণ হচ্ছেন আহকাম উল্লাহ, খোরশেদুল ইসলাম, গোলাম মোস্তফা খান মিরাজ, জীবন চৌধুরী, বেলাল বেগ, মাহবুবর রহমান, মুহাম্মদ ফজলুর রহমান, শরাফ সরকার, শামসুল আলম বকুল, সউদ চৌধুরী ও সুব্রত বিশ্বাস।
কার্যকরী কমিটিতে রয়েছেন আহ্বায়ক রথীন্দ্রনাথ রায়, যুগ্ম আহ্বায়ক সাগর লোহানী, সদস্য সচিব মুজাহিদ আনসারী, যুগ্ম সদস্য সচিব সনজীবন কুমার, প্রধান ব্যবস্থাপক রাশেদ আহমেদ এবং আরও অনেকে। এছাড়াও রয়েছে অনুষ্ঠান, প্রচার, শোভাযাত্রা এবং শৃঙ্খলা উপকমিটি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এবারের আয়োজন ঘিরে প্রকাশিত হবে একটি বিশেষ স্যুভেনির এবং প্রচারমূলক পোস্টার। বাংলার লোকনকশা, মুখোশ ও মোটিফ প্রস্তুতির কাজ জোরদার গতিতে চলছে।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে: অনুপ ড্যান্স একাডেমি, আনন্দধ্বনী নিউইয়র্ক, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব, উদীচী (যুক্তরাষ্ট্র ও জামাইকা শাখা), একুশে চেতনা পরিষদ, গাইবান্ধা সোসাইটি, তারার আলো ইউএসএ, প্রকৃতি, প্রগ্রেসিভ ফোরাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশ ফাইন আর্টস একাডেমি (বাফা), বাঙালীয়ানা ইউএসএ ও ফাউন্ডেশন, বাংলাদেশ ক্লাব, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন (ঘণচউ), বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরান্স, ভয়েস অব উইমেন এমপাওয়ারমেন্ট, মিথান ড্যান্স একাডেমি, রবীন্দ্র একাডেমি, লালন পরিষদ, শিল্পকলা একাডেমি, সংগীত পরিষদ, সাহিত্য একাডেমি এবং হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন , প্রজ্ঞা ফাউন্ডেশন ইউএসএ ইনক।
সম্মিলিত বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদের আহ্বায়ক রথীন্দ্রনাথ রায় ও সদস্য সচিব মুজাহিদ আনসারী , যুগ্ম সদস্য সচিব সনজীবন কুমার সংবাদ সম্মেলনে সকল উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলা ভাষাভাষী প্রবাসীসহ সকলের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।