শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বাংলাদেশ ডে প্যারেডের মিট এন্ড গ্রিটে হট্টগোল

মাত্র ২ ঘণ্টার অনুষ্ঠানে ব্যয়  হবে ৬৫ হাজার ডলার

নবযুগ রিপোর্ট

আপডেট: ১৭:০২, ১১ এপ্রিল ২০২৫

মাত্র ২ ঘণ্টার অনুষ্ঠানে ব্যয়  হবে ৬৫ হাজার ডলার

ছবি - নবযুগ

আগামী রোববার, ১৩ এপ্রিল নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ডে প্যারেড’। দ্বিতীয়বারের মতো এটি আয়োজন করা হচ্ছে। এবারের আয়োজক বাংলাদেশ সোসাইটি ও হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশন। ওই দিন দুপুর ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আয়োজন থাকবে প্যারেড ও নানা অনুষ্ঠানমালার।

জ্যাকসন হাইটসের ৬৯ স্ট্রিট থেকে শুরু হয়ে ৩৭ এভিনিউ মাড়িয়ে ৮৭ স্ট্রিটে গিয়ে শেষ হবে প্যারেড আর সেখানে স্থাপন করা হচ্ছে অস্থায়ী মঞ্চ। মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে তোলে ধরা হবে বাংলাদেশের সংস্কৃতি। দুই ঘণ্টার এ অনুষ্ঠানের জন্য প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ৬৫ হাজার ডলার। তবে এ ব্যয় এক লক্ষ ডলার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবারের প্যারেডের গ্র্যান্ড মার্শাল গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। 
প্যারেড উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে এক মিট এন্ড গ্রিটের আয়োজন করা হয়। মিট এন্ড গ্রিটের আনুষ্ঠানিকপর্ব শুরু আগে কমিউনিটি রিয়েল এস্টেট ব্যবসায়ী সারওয়ার খান বাবু প্রশ্ন তুলেন প্যারেডে কমিউনিটির গুরুত্বপূর্ণ সংগঠনকে দাওয়াত না দেয়ার ব্যাপারে। এ সময় তিনি হট্টগোল শুরু করেন। পরে তাকে নিবৃত করার চেষ্টা করেন প্যারেডের মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলায়মান, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। কিন্তু হট্টগোল না থামলে হস্তক্ষেপ করতে হয় প্যারেডের গ্র্যান্ড মার্শাল শাহ নেওয়াজকে। পরে তিনি বক্তব্য রেখে পরিস্থিতি শান্ত করেন। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বের আগে বক্তব্য রাখেন প্যারেডের প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদ। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্যারেডের সদস্য সচিব ফাহাদ সোলায়মান, কাজী সাখাওয়াত হোসেন আজম, রকি, শাহ শহিদুল হক প্রমুখ। 
অনুষ্ঠানে এক পর্যায়ে সংশ্লিষ্টদের মঞ্চে ডেকে নিয়ে পরিচয় করিয়ে দেয়। এ সময় বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন-বাপার প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিকীকে মঞ্চ ডেকে তুললেও চেয়ার বসতে না পেয়ে তিনি দ্রুত মঞ্চ ত্যাগ করে দর্শক সারির চেয়ারে চলে আসেন এবং বলেন, মঞ্চে বসা না বসা কিছুই আসে যায় না, আমি যেখানে আছি সেখানেই ভালো। 
এক প্রশ্নের জবাবে প্যারেডের মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলায়মান বলেন, প্যারেডের আমন্ত্রিত অতিথিদের প্রায় সবাই চলে এসেছেন। এবারের প্যারেড এবং অনুষ্ঠান চলবে দুই ঘণ্টা দুপুর ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত। আর এর বাজেট ৬৫ হাজার ডলার। আর প্যারেড শেষে সবকিছুর হিসাব দেয়া হবে। এ প্যারেডের অর্থ আসছে স্পন্সরদের কাছ থেকে। 
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থনীতিসহ সবকিছুর দায়িত্ব বাংলাদেশ সোসাইটি নয় দায়িত্ব নিবে হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশন।
এদিকে প্যারেডের পোস্টার দেখে অনেকেই অভিযোগ করেন প্যারেডে বাংলাদেশের কিছু বিতর্কিত শিল্পীদের সন্নিবেশ ঘটনানো হচ্ছে যার প্রতিবাদ করা হবে। তবে এ জন্য তাদের মঞ্চে না তোলার দাবি জানানো হয়েছে অনেকের পক্ষ থেকে। 
এদিকে মিট এন্ড গ্রিট শেষে নবান্ন রেস্টুরেন্টের বাইরে আসলে কয়েকজন বিতর্কিত শিল্পীর ব্যাপারে প্যারেডের প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমিও বিষয়টি শুনেছি। আমি এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবো তারা যাতে মঞ্চে উঠতে না পারেন। 
 

শেয়ার করুন: