শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

“৩০ বছরের ধারাবাহিকতায়  ড্রামা সার্কল এর বর্ষবরণ”

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২০:১২, ১৮ এপ্রিল ২০২৫

“৩০ বছরের ধারাবাহিকতায়  ড্রামা সার্কল এর বর্ষবরণ”

ছবি - নবযুগ

নিউইয়র্কের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ড্রামা সার্কল’র বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ সোমবার উডসাইডের গুলশান ট্যারেসে। গত ৩০ বছর ধরেই পহেলা বৈশাখের দিনটাতেই বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করে আসছে ড্রামা সার্কল। এবছরও বৈশাখী সাজ, পান্তা ইলিশ ভোজ এবং নানান অনুষ্ঠানের মধ্েয দিয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান।

বিকেল থেকেই মানুষের ঢল নামতে থাকে অনুষ্ঠানস্থলে। সন্ধ্যা সাতটা থেকেই অতিথিদের পান্তা ইলিশ দিয়ে আপ্যায়ন করা হয়, যা চলে রাত আটটা পর্যন্ত। এবারের পান্তা ইলিশ পর্বটি উদ্বোধন করেন ড্রামা সার্কল’র প্রতিষ্ঠাকালীন সভানেত্রী ও বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক এর প্রাক্তন সভানেত্রী নার্গিস আহমেদ।
রাত আটটায় মুলমঞ্চে শুরু হয় শুভেচ্ছা পর্ব এবং বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান। ড্রামা সার্কল’র সভাপতি আবীর আলমগীর’র সঞ্চালনায় শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন নার্গিস আহমেদ। তারপর একে একে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সাপ্তাহিক ঠিকানার সম্পাদক মন্ডলীর সভাপতি, সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক এম ওয়াজেদ খান, সাপ্তাহিক প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, সাপ্তাহিক নিউইয়র্ক সময় সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান।
শুভেচ্ছা পর্বের পর শুরু হয় বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই ড্রামা সার্কলের শিল্পীরা পরিবেশন করে উদ্বোধনী বৈশাখী সংগীত। অংশগ্রহণ করে চন্দন চৌধুরী, জাফরিন আবেদীন, লেমন চৌধুরী, কান্তা আলমগীর ও ফারহানা তুলি। এছাড়াও অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে সংগীত পরিবেশন করে হোসেন জব্বার শৈবাল ও ফারজানা মমো। অনুষ্ঠানের বেশ কয়েকটি পর্বে নীলা ড্যান্স একাডেমি ও অন্তরা সাহা নৃত্য দলের শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় নৃত্যানুষ্ঠান। আবৃত্তি করেন ডাঃ ফারুক আজম। যন্ত্র সংগীতে ছিলো কীবোর্ডে মাসুদ রহমান, অক্টোপ্যাডে তুষার রঞ্জন এবং বেজ গীটারে আকাশ আহসান।
এবছর বিশেষ সন্মাননা জানানো হয় ড্রামা সার্কলের উপদেষ্টা, কমিউনিটির অতি পুরনো বিশিষ্টজন ড. দেলোয়ার হোসেনকে। কমিউনিটি বিনির্মানে এবং ড্রামা সার্কল এর দীর্ঘ দিনের বিভিন্ন কর্মকা-ে বিশেষ অবদানের জন্য ড.  দেলোয়ার হোসন এবং তার সহধর্মিণী ডা. দিলরুবা হোসেনকে উত্তরীয় পরিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়।
উল্লেখ্য যে, ২০১৯ সালে ড্রামা সার্কল ৩৩ তম ফোবানা সম্মেলন আয়োজন করে নিউইয়র্কের লং আইল্যান্ড এর বিখ্যাত নাসাউ কলিসিয়ামে, এমন একটি বিশ্বখ্যাত ভেন্যুতে একটি সফল সম্মেলন আয়োজন করবার সাহসের পেছনে ড. দেলোয়ার হোসেন একটি বিশাল ভুমিকা পালন করেন।
প্রতি বছরের মতোই এবারও শ্রেষ্ঠ বৈশাখী সাজের জন্য দুজনকে বেছে নেয়া হয় এবং পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ সাজের এই নির্বাচনের দায়িত্ব পালন করেন “দি বিউটিফুল লেডিস অফ ইউএসএর” এডমিন সিলভি এবং নাদিয়া। এবছরও বৈশাখী সাজে বর্ষবরণ অনুষ্ঠানে শতশত অতিথির পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, সংস্কৃতিজন এবং কমিউনিটির বিশিষ্টজনেরা।
এবারের পুরো অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ছিলো “উৎসব গ্রুপ”। এ জন্য প্রতিষ্ঠানের কর্ণধার রায়হান জামানকে ধন্যবাদ জানানো হয়। ইলিশ মাছ দিয়ে সহযোগিতা করেছে “সাগর ফাউন্ডেশন”। এজন্য প্রতিষ্ঠানের কর্ণধার শাহাব উদ্দিন সাগর ও শামসুন নাহার নিম্মিকে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানের আরো স্পন্সর ছিলো হোসেন জব্বার শৈবাল ও সায়মা জব্বার, মীনা ফুডস। এবারের সকলের বৈশাখী পোষাক ডিজাইন করেছে “রুনিজ ডিজায়্যার” এর রোজিনা আহমেদ রুনি।
 

শেয়ার করুন: