বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

জাবি এলামনাই’র চড়ুইভাতি অনুষ্ঠিত

নবযুগ ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬, ১ সেপ্টেম্বর ২০২৩

জাবি এলামনাই’র চড়ুইভাতি অনুষ্ঠিত

জাবি এলামনাই’র চড়ুইভাতি অনুষ্ঠিত


ব্যতিক্রমী আয়োজনে সম্পন্ন হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই বার্ষিক চড়ইভাতি। রবিবার নিউইয়র্কের অদূরে লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কের ওই অনুষ্ঠান সাবেক জাবিয়ানদের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। 

সকাল থেকেই রোদ ঝলমলে পরিবেশে মৃদুমন্দ বাতাস আর সবুজ বনানরি মাঝে ওয়েস্টচেস্টার কাউন্টির এফডিআর স্টেট পার্ক যেন পরিণত হয় এক টুকরো জাহাঙ্গীরনগর। নিউইয়র্ক ছাড়াও নিউজার্সি, কানেক্টিকাট পেনসালভেনিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে জাবিয়ানরা এসে   আয়োজনে যোগ দেন।

প্রবাসে জাহাঙ্গীরনগর মানেই আবেগ আর অনুভূতির সম্মিলন। তাই অনুষ্ঠানকে ঘিরে ফুটে উঠে তাদের আন্তরিকতা। আয়োজনটি সফল করতে আয়োজক কমিটি ছিলো শতভাগ আন্তরিক। অনুষ্ঠানের আহবায়ক শামীম আরা বেগম এবং সদস্য সচিব তানজিল মাহমুদ অত্যন্ত দক্ষতার সাথে  সব কিছুর সমন্বয় করেন। কাঠের চুলায় খাসির মাংস রান্না দুপুরের খাবারে নতুন মাত্রা যোগ করে। পাপড়ী, শামীম, নবনী শাহরিয়ার ইভেন্ট গুলোতে নতুনত্ব আনেন যা প্রশংসা কুড়ায়। এছাড়া তানজিল এবং তৈমুরের সংগীত পরিবেশনা সকলকে মুগ্ধ করে। প্রতিবারের মতো নবনীর আম ভর্তা, হাবিব-টুম্পার তরমুজ ছিল রৌদ্রতপ্ত দুপুরে শান্তির পরশ। সাঝবেলায় টুম্পা, শ্যামলীর চা ছিল ক্লান্তি দূর করে। নীলাঞ্জনা, শ্যামলীর ঝালমুড়ি বিকালের আড্ডা জমিয়ে তোলে। দিন শেষে প্রানবন্ত লটারী এই আয়োজনকে পূর্ণতা দান করে।

অনুষ্ঠানে সম্পাদক দুররে মাকনুন নবনী একটি আনন্দঘন, সফল  অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন: