প্রতীকী ছবি
একে তো ভাড়া ফাঁকি। তার ওপর ধরা পড়ার পর পুলিশকেই চড়-থাপ্পড়। পরিণতিতে কুইন্সের সাবওয়ে স্টেশনে গ্রেফতার হলেন এমটিএ কর্মী।
রিচার্ড লুই, ৩৫, নামের ওই এমটিএ কর্মী রিজউডের মারটিল-উইকফ অ্যাভেনিউয়ে ভাড়া ছাড়াই প্রস্থান করার সময় ধরা পড়েন। এক পুলিশ সদস্য তার গতিরোধ করলে তিনি তাকে চড়-থাপ্পড় মারেন বলে আইন-প্রয়োগকারী সংস্থা জানিয়েছে।
লাইট মেইনটেইনার হিসেবে নিয়োজিত লুইয়ের বিরুদ্ধে পরিষেবা চুরি, পরিবহন পরিষেবার অর্থ পরিশোধ এড়ানোর চেষ্টা করা, সরকারি প্রশাসনের কাজে বাধা দান এবং গ্রেফতার প্রতিরোধের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
তবে তিনি যে এমটিএ কর্মী, সেকথা প্রথমে বলেননি। তাকে ক্যাফ পরানোর পর তিনি পুলিশকে তার পরিচয় দেন।
ভাড়া ফাঁকি রোধে নিউইয়র্ক পুলিশ নতুন ৮০০ পুলিশ সদস্য মোতায়েন করার ঘোষণা দেওয়ার কয়েক দিন পর এই গ্রেফতার ঘটল। পুলিশ বলছে, তারা সহিংস অপরাধ মোকাবেলাতেও কাজ করবে।
এমটিএ জানিয়েছে, অভ্যন্তরীণ তদন্তের জন্য লুইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।