বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

মাত্র তিনটি বেডরুম

টেলর সুইফটের স্মৃতিধন্য বাড়িটির দাম আবার কমল

নবযুগ ডেস্ক 

প্রকাশিত: ০১:৪৪, ৩১ মার্চ ২০২৪

টেলর সুইফটের স্মৃতিধন্য বাড়িটির দাম আবার কমল

প্রতীকী ছবি

লাভ-বার্ড টেলর সুইফট আর ট্রাভিস কেলস ফিরে গেছেন লস অ্যাঞ্জেলসে। তারা এখন ইউরোপ সফরে যাচ্ছেন। তবে প্রতিরাতের জন্য ১৫ হাজার ডলার ভাড়ার বাহামাস রিসোর্টটিতে তাদের অবস্থানও বাড়িটির ভাগ্য ফেরাতে পারেনি।

ম্যানহাটানের এই ডুপ্লেক্সটিতে সুইফটের ‘১৯৮৯’ ও ‘১৯৮৯ (টেলর সংস্করণ)’ অ্যালবামের শ্যুটিং করা হয়েছে।
কিন্তু তা সত্ত্বেও বাড়িটির বিলিওনিয়ার মালিক বিক্রি করতে সমস্যায় পড়েছেন। ২০১৭ সালের ৬.২৫ মিলিয়ন ডলারের বাড়িটির জন্য এবার দাম কমিয়েছেন ২.৮৫ মিলিয়ন ডলার।

তিন বেডরুমের বাড়িটির জন্য ২০২৩ সালে দাম চাওয়া হয়েছে ৩.৭ মিলিয়ন ডলার। বাড়িটি অনেকেরই পছন্দ হয়েছে। তবে সম্ভাব্য ক্রেতারা এর রক্ষণাবেক্ষণ খরচ নিয়ে মাথা ঘামাতে বাধ্য হন। কারণ, মাসে এর পেছনে ব্যয় হয় ৮,৫৬৮ ডলার!

বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টর মালিক উত্তরাধিকার সূত্রে হয়েছেন সারা জনসন। তিনি হলেন বিলিওনিয়ার ফিন্যান্সিয়ার এবং স্যান ফ্রানসিসকো জায়ন্টসের সংখ্যাগরিষ্ঠ অংশের মালিক চার্লস জনসনের মেয়ে।

সুইফটের অ্যালবামের জন্য যে ৪৬৪টি ছবি ব্যবহার করা হয়েছে, তার প্রায় ৬৫টি এই বাড়িতে নেওয়া হয়েছে।

শেয়ার করুন: