শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্কে মদের  দোকানে ‘প্যানিক  বাটন’

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৮, ২৮ জুন ২০২৪

নিউইয়র্কে মদের  দোকানে ‘প্যানিক  বাটন’

ছবি: সংগৃহীত

আতঙ্কটা ভয়াবহ এবং তা বেড়েই চলেছে। আর তা দমন করতে নিউইয়র্ক সিটির মদবিক্রেতারা এবার ‘প্যানিক বাটন’ ব্যবহার করতে চাচ্ছে। মদ বিক্রেতাদের সংগঠন ইউবিএর মুখপাত্র ফারনান্ডো ম্যাটেও পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে গিয়ে এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের আজকেই সহায়তার দরকার, আগামীকাল নয়।’

তিনি প্যানিক বাটনের ব্যাপারে বলেন, ‘প্যানিক বাটন সহজেই অনেক লোককে সাথে সাথে বিষয়টি জানাতে পারে, জীবন বাঁচাবে, অপরাধীদের ভয় দেখাবে।’
প্রকল্পটি ডিজিটাল সিকিউরিটি কোম্পানি সেফারওয়াচের অংশীদারিত্বে গ্রহণ করা হয়েছে। ছোট ব্যবসায়ীদের সুরক্ষা দিতে রাজ্যের যে তহবিল আছে, সেটা কাজে লাগিয়ে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে চিন্তা করছে।
ম্যাটেও বলেন, যারা এসব মদের দোকানে আসে, যারা এখানে কাজ করে, সবাই যাতে নিরাপত্তা অনুভব করতে পারে, তা নিশ্চিত করবে এই প্রকল্প। তিনি বলেন, সেফারওয়াচ জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দেবে। এই প্রকল্পে ঠিক কতটি মদের দোকান জড়িত আছে, তা ওই মুখপাত্র জানাননি।
তবে সেফারওয়াচের সিইও গেনো রফারো বলেন, প্যানিক বাটন সিস্টেমটি ইতোমধ্যেই অনেক সরকারি ও অন্যান্য ভবনে কাজ করছে।
তিনি বলেন, এই বিশেষ প্লাটফর্মটি জীবন রক্ষা করে, প্রযুক্তি ব্যবহার করে নতুনভাবে সরাসরি ৯১১-এর সাথে যোগাযোগ করা যায়।
তিনি বলেন, ইউবিএ যখন সহায়তা চায়, আমরা তা করতে পারি। 
 

শেয়ার করুন: