শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

১ জানুয়ারি থেকে আইন কার্যকর

নিউইয়র্কের হোটেলে শ্যাম্পুর  ছোট বোতল নিষিদ্ধ হচ্ছে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪০, ১২ জুলাই ২০২৪

নিউইয়র্কের হোটেলে শ্যাম্পুর  ছোট বোতল নিষিদ্ধ হচ্ছে

ছবি: সংগৃহীত

হোটেলগুলোতে শ্যাম্পু ও লোশনের মতো ‘হসপিটালিটি কেয়ার’ পণ্যরাজি ধারণ করা ছোট ছোট বোতল নিষিদ্ধ করতে যাচ্ছে নিউইয়র্ক। বর্জ্য কমানোর আশায় নিউইয়র্ক আইনসভায় একটি বিল পাস হওয়ার ফলে এই নিষেধাজ্ঞা আরোপ হতে যাচ্ছে।
ডিপার্টমেন্টাল কনজারভেশন্সের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে আইনটি কার্যকর হতে পারে। এতে বলা হয়েছে, যেসব হোটেলে ৫০টির বেশি কক্ষ আছে, তারা ১২ আউন্সের কম টয়লেট্রি বোতল সরবরাহ করতে পারবে না।

আইনটিতে বলা হয়েছে, প্রথমবার কেউ এই আইন লঙ্ঘন করলে ৩০ দিনের সংশোধনী সতর্কবার্তা দেওয়া হবে। কোনো হোটেল আবারো আইনটি লঙ্ঘন করলে তাকে ২৫০ ডলার জরিমানা করা হবে।
আর পরবর্তী ৩০ দিনের মধ্যে হোটেলটি আবারো আইন লঙ্ঘন করলে তাকে ৫০০ ডলার জরিমানা করা হবে। 
কয়েকটি বড় হোটেল ইতোমধ্যেই আইনটি পালন করার দিকে মনোযোগী হয়েছে।
ম্যারিয়ট হোটেলের এক মুখপাত্র ফক্স বিজনেসকে বলেন, ‘আমরা অনেক আগে থেকেই আমাদের আবাসিক আতিথেয়তা কর্মসূচি পালন করছি, ছোট বোতলের বদলে বড় বোতল ব্যবহার করছি। প্লাস্টিক বর্জ্য কমানোর ব্যাপারে আমাদের প্রতিশ্রুতি পূরণের জন্যই আমরা তা করছি।’
তিনি বলেন, ২০২৩ সালের শেষ নাগাদ আমরা এই পরিকল্পনার ৯৫ ভাগ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। 
একই বক্তব্য জানিয়েছে হিল্টনও।
উল্লেখ্য, গত বছর ক্যালিফোর্নিয়ায় একই ধরনের একটি আইন পাস হয়েছে। এতে রাজ্যটির হোটেলগুলোতে ছোট টয়লেট্রি বোতল নিষিদ্ধ করা হয়েছে।
 

শেয়ার করুন: