বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

অনিয়মের শঙ্কা নাকচ

নির্বাচনী প্রচারণা ২০২১ : মুখ খুললেন অ্যাডামস

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৫, ১১ আগস্ট ২০২৪

নির্বাচনী প্রচারণা ২০২১ : মুখ খুললেন অ্যাডামস

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস তার ২০২১ সালের মেয়র নির্বাচন বিষয়ক প্রকাশিত প্রতিবেদন নিয়ে মুখ খুললেন। তিনি প্রকাশিত প্রতিবেদনকে খসড়া হিসেবে অভিহিত করেন। এটি কিভাবে প্রকাশ পেল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন।
উল্লেখ্য, মেয়র নির্বাচনের প্রতিবেদনটি প্রথম প্রকাশ করে গোথামিস্ট/ডব্লিউএনওয়াইসি রেডিও। তারা হিসাবরক্ষণ ঠিকমতো হয়নি বলেও জানিয়েছিল। আর্থিক বিবরণীতে স্বচ্ছতা না থাকা, নিষিদ্ধ দান গ্রহণ করাসহ নানা প্রশ্ন ছিল ওই প্রতিবেদনটি ঘিরে।

তবে অ্যাডামস কোনো অনিয়মের শঙ্কা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ‘এটা একটা খসড়া প্রতিবেদন। কল্পনা করে দেখুন তো, আপনার খবরের প্রথম খসড়া লেখাটিই যদি পত্রিকায় প্রকাশিত হয়, তবে কেমন হবে?’ তিনি বলেন, ‘খসড়া প্রতিবেদন ফাঁস হয় কিভাবে?’
উল্লেখ্য, সিটির ক্যাম্পেইন ফিন্যান্স বোর্ড খসড়া প্রতিবেদন প্রণয়নের সাথে জড়িত।
তারা তাদের কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচনী কার্যক্রমে অর্থায়নের বিষয়টি খতিয়ে দেখছে। অ্যাডামসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য প্রমাণিত হলে অ্যাডামসের টিমকে কয়েক মিলিয়ন ডলার জরিমানা দিতে হবে।
এই প্রেক্ষাপটে অ্যাডামস বলেন, নির্বাচনী তহবিলে যেসব অংশগ্রহণকারীর নাম নেই, সেগুলো সংশোধনের সুযোগ তাদের দিলে তারা তা সংশোধন করে দেবেন।
এর আগে অ্যাডামস বলেন যে বোর্ডই খসড়া প্রতিবেদনটি ফাঁস করেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের নির্বাচনী প্রতিযোগিতা শুরু হওয়ার প্রেক্ষাপটে বিষয়টি প্রকাশ করা হলো।
গত সপ্তাহে সিটি কম্পট্রোলার ব্রাড ল্যান্ডার ঘোষণা করেছেন যে তিনি অ্যাডামসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর মেয়ারের সবচেয়ে বড় সমালোচকদের অন্যতম হচ্ছেন এই ল্যান্ডার।
তিনি সম্প্রতি মেয়ারের বিভিন্ন কার্যক্রম ‘বিশ্লেষণ’ করতে শুরু করেছেন।
 

শেয়ার করুন: