ছবি: সংগৃহীত
নানা দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হতে চলছে। কেবল তিনিই নন, তার ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরদ্ধে বেশ কয়েকটি তদন্ত চলতে থাকায় মনে হচ্ছে, তার দিন শেষ হয়ে আসছে।
এক প্রতিদ্বন্দ্বী বলেছিলেন, ‘আমরা সবাই জানি, আপনি যেখানেই গেছেন, সেখানেই দুর্নীতির তদন্তের মুখে পড়েছেন। আপনি দুর্নীতি তদন্তের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।’ এই ব্যক্তিটি ২০২১ সালে ছিলেন অ্যাডামসের প্রতিদ্বন্দ্বী। তখন তিনি ব্রুকলিন বরার প্রেসিডেন্ট ছিলেন।
তবে ওই অভিযোগ সত্ত্বেও ডেমোক্র্যাট ভোটাররা অ্যাডামসকে বর্জন করেনি। সাবেক পুলিশ সদস্য এবং নগরীর স্থানীয় সন্তান অ্যাডামস নির্বাচনে জয়ী হয়েছিলেন। তিনি মহামারির সময় অপরাধের হার কমিয়ে আনার মাধ্যমে জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। এটিই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাইমারিতে জয়ী হতে সহায়ক হয়েছিল।
উল্লেখ্য, তিনি হলেন নিউইয়র্ক সিটির ১১০তম এবং দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র।