শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

অভিবাসীদের সাথে প্রতারণা ব্রঙ্কসে এক এটর্নির ১০ বছরের জেল

নবযুগ ডেস্ক 

প্রকাশিত: ০১:০৭, ২১ সেপ্টেম্বর ২০২৪

অভিবাসীদের সাথে প্রতারণা ব্রঙ্কসে এক এটর্নির ১০ বছরের জেল

প্রতীকী ছবি

অভিবাসীদের কাছ থেকে প্রতারণা করে অর্থ আদায়ের অভিযোগে ব্রনক্সের এক এটর্নিকে এখন ১০ বছরের জন্য কারাগারে থাকতে হতে পারে।

প্রতারণা করে ধরা খাওয়া এই এটর্নির নাম কফি আমানকওয়া। বয়স ৭০ বছর। তিনি অভিবাসন ব্যবস্থার ফাঁকফোঁকর থেকে সুবিধা নিয়ে তার মক্কেলদেরকে পারিবারিক সহিংসতার শিকার বলে দাবি করার প্রশিক্ষণ দিতেন। বিষয়টি ধরা পড়ার পর তিনি একদিকে যেমন ১০ বছর কারাগারে থাকতে হতে পারে, একইসাথে লাইসেন্স ফিরে পেতে ১৬ মিলিয়ন ডলার ব্যয় করতে হতে পারে।

নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি ড্যামিয়ন উইলিয়ামস বলেন, অনেক বছর ধরেই কফি আমানকওয়া বড় ধরনের অভিবাসী প্রতারণার কাজে জড়িত। তিনি হাজার হাজার এমনসব অভিবাসন নথিপত্র দাখিল করেছেন, যাতে দাবি করা হয়েছিল যে তার মক্কেলরা তাদের সন্তান বা পরিবারের অন্য সদস্যদের নির্যাতনের শিকার হয়েছেন।

ফেডারেল প্রসিকিউটররা জানাচ্ছেন, এসব প্রতারণার জন্য কফিকে অনেক শাস্তি পেতে হবে।

উইলিয়ামস বলেন, কফির কার্যকলাম যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তিদের আইনসম্মতভাবে বৈধ নাগরিক হওয়ার ব্যবস্থাটিকেই নিজের স্বার্থে ব্যবহার করেছেন।

তিনি বলেন, যারা প্রতারণার আশ্রয় নেয়, তাদের যে কঠোর শাস্তি পেতে হয়, এই মামলাটি তার উদাহরণ হতে যাচ্ছে।

প্রসিকিউটররা জানান, সন্তানদের নির্যাতনের শিকার হওয়ার দাবি করে দাখিল করার আবেদনের জন্য কফি তার মক্কেলদের কাছ থেকে তিন হাজার থেকে ছয় হাজার ডলার গ্রহণ করতেন। এর মাধ্যমে তারা দ্রুত অভিবাসন মর্যাদা লাভ করার কাজে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেন। তবে তার এসব আবেদনের বেশিভাগই প্রত্যাখ্যাত হয়েছে।

কফি ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে গত নভেম্বর পর্যন্ত জালিয়াতির এই কার্যক্রম চালিয়ে গেছেন। 
শুধু কফি নন, তার সহকারি এবং ছেলের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন: