শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

‘ভালো প্রথম’ পদক্ষেপ 

নিউইয়র্কের মেয়রের ভাগ্য  এখন গভর্নরের হাতে!

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:০২, ৪ অক্টোবর ২০২৪

নিউইয়র্কের মেয়রের ভাগ্য  এখন গভর্নরের হাতে!

ছবি: সংগৃহীত

গভর্নর ক্যাথি হোকুল বুধবার জানিয়েছেন, মেয়র এরিক অ্যাডামসের অন্যতম শীর্ষ সহযোগীর পদত্যাগ মেয়রকে সঠিক স্থানে থাকা নিয়ে তার দাবির প্রতি একটি ‘ভালো প্রথম’ পদক্ষেপ। তিনি আরো কিছু ঘটার প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন।

তবে গভর্নর ক্যাথি হোকুল আর কী কী পদক্ষেপ নিতে চাচ্ছেন, সে ব্যাপারে কিছু জানাননি। এমনকি ফেডারেল কর্তৃপক্ষ মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে আরো কিছু পদক্ষেপ নিতে পারেন বলে যে জল্পনা চলছে, সে ব্যাপারে প্রশ্নের জবাব দেননি। উল্লেখ্য, মেয়রকে বরখাস্ত করার ক্ষমতা তার আছে।
উল্লেখ্য, অ্যাডামসের অন্যতম শীর্ষ সহকারী টিম পিয়ারসন জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই তিনি পদত্যাগ করতে যাচ্ছেন।
এর আগে গভর্নর জানান যে তিনি প্রশাসনকে পরিশুদ্ধ করার জন্য অ্যাডামসের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এটি কোনো গোপন বিষয় নয়। আর পরিবর্তন কেবল শুরু হয়েছে।
গভর্নর বলেন, এই বিদায় একটি প্রথম ভালো পদক্ষেপ। আমরা আগামী কয়েক সপ্তাহে কী ঘটে, সে দিকে গভীরভাবে নজর রাখছি।
গত মাসের প্রথম দিকে পিয়ারসনের বাসায় তল্লাসি চালায় ফেডারেল কর্তৃপক্ষ। তারা তার বাসা থেকে বেশ কিছু সরঞ্জাম জব্দ করে। তবে তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ এখনো আনা হয়নি।
গভর্নর জানিয়েছেন, তিনি গত সপ্তাহে কয়েকবার অ্যাডামসের সাথে কথা বলেছেন। তিনি জানান, তিনি আশা করছেন, মেয়র শিগগিরই শূন্য হওয়া পদগুলোতে দায়িত্বশীল লোকদের নিয়োগ দেবেন।
 

শেয়ার করুন: