মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ব্রঙ্কস ডেকেয়ারে  ড্রাগ মৃত্যু, ৪৫  বছরের জেল

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৮, ১৮ অক্টোবর ২০২৪

ব্রঙ্কস ডেকেয়ারে  ড্রাগ মৃত্যু, ৪৫  বছরের জেল

ছবি: সংগৃহীত

ব্রনক্সের একটি ডেকেয়ারে পাচার করা ফেন্টানিলে এক শিশুর মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিকে ৪৫ বছরের কারাদ- দেওয়া হয়েছে। নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস এ তথ্য জানিয়েছে।

ফেলিক্সি হেরেরা-গার্সিয়াকে, ৩৫, মাদক পাচার এবং ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যুর জন্য জুনে দোষী সাব্যস্ত করা হয়। এবার তার সাজা ঘোষণা করা হয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে ওই মৃত্যুটি ঘটেছিল।
ওই সময় ডিভিনো নিনো ডেকেয়ার সেন্টারে আরো তিনটি শিশু অসুস্থ হয়ে পড়েছিল। সেন্টারটির ফ্লোরবোর্ডের এবং গোপন কম্পার্টমেন্টগুলোতে নিষিদ্ধ মাদক রাখা হয়েছিল।
ফেলিক্সি হেরেরা-গার্সিয়া এবং তার সহযোগীরা ডেকেয়ার সেন্টারটিতে মোট ১১ কেজির বেশি ফেন্টানিল ও হেরোইন রেখেছিলেন। এমনকি শিশুরা যেসব স্থানে খেলা করত, খাবার গ্রহণ করত, ঘুমাত, সেখানেও মাদক লুকিয়ে রাখা হয়েছিল বলে অ্যাটর্নি ড্যামিয়ান উইলিয়ামস জানিয়েছেন।
উইলিয়ামস জানিয়েছেন, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ওই অভিযান পরিচালিত হয়। 
তিনি জানান, এ ঘটনা প্রমাণ করে, ফেন্টানিল মহামারির আকারে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আর তা আমেরিকানদের জীবনের ওপর ভয়াবহ ক্ষতি সাধন করছে।
 

শেয়ার করুন: