সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

শীতে পাবলিক স্কুলে  ২৩ ডিসেম্বর  ছুটি

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৫:১৪, ১ নভেম্বর ২০২৪

শীতে পাবলিক স্কুলে  ২৩ ডিসেম্বর  ছুটি

ছবি: সংগৃহীত

চলতি বছরের শীতকালীন অবকাশে নিউইয়র্ক পাবলিক স্কুলের শিক্ষার্থীরা এক দিন ছুটি বেশি পাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়র এরিক অ্যাডামস, স্কুলস চ্যান্সেলর মেলিশা আভিলেস-র‌্যামোস ও ইউনাইটেড ফেডারেশন অব টিচার্স প্রেসিডেন্ট মাইকেল মালগ্রে জানান, ২৩ ডিসেম্বর পাবলিক স্কুলের শিক্ষার্থীদের জন্য ছুটি থাকবে। 

আভিলেস-র‌্যামোস বলেন, ‘আমরা শিক্ষার্থী ও স্টাফদেরকে একটি অতিরিক্ত দিন ছুটি দিয়ে মওসুমটি তাদের জন্য আরো বেশি উজ্জ্বল করে তুলছি। আমরা আমাদের শিশু শিক্ষার্থীদের নতুন বছরের আগে তাদের ব্যাটারিগুলো রিচার্জ করার সুযোগ দিচ্ছি।’
এখন ২৩ ডিসেম্বরকে নন-স্কুল ডে হিসেবে ঘোষণা করায় শিক্ষার্থী, স্টাফরা এখন শীতকালীন অবকাশে একটি অতিরিক্ত দিনে একসাথে তাদের পরিবারের সাথে কাটাতে পারবে।
 

শেয়ার করুন: