বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্কে নতুন গার্বেজ বিন 

সিটির নিয়ম না মানলে  জরিমানা অবধারিত

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৩, ১৫ নভেম্বর ২০২৪

সিটির নিয়ম না মানলে  জরিমানা অবধারিত

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটিতে ১২ নভেম্বর নতুন টাস বিন নিয়ম চালু হয়েছে। ইঁদুরের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে এসব নিয়ম চালু করা হয়েছে। এগুলো জেনে রাখা ভালো। নয়তো জরিমানাসহ নানা সমস্যায় পড়তে হতে পারেন। অবশ্য এখনই জরিমানা শুরু হচ্ছে না। আগামী বছরের ২ জানুয়ারি পর্যন্ত সতর্ক সময় হিসেবে গণ্য হচ্ছে।

নতুন সব নিয়ম
ক্স    বিনগুলো হতে হবে ৫৫ গ্যালন বা এর কম। আপনার কাছে এ ধরনের বিন না থাকলে অনলাইনে এগুলো কিনতে পারবেন। কিংবা ১-৮৫৫-এনওয়াইসি-বিনসে ফোন দিয়েও সংগ্রহ করতে পারবেন। তবে এসব বিন কেবলমাত্র প্রপার্টি মালিক বা ভবন ম্যানেজারদের জন্য নির্ধারিত। আর পাঁচটি বরোর মধ্যে নির্দিষ্ট ঠিকানায় এগুলো সরবরাহ করা হবে।
ক্স    ১ অক্টোবরের মধ্যে ক্রয়াদেশ দেওয়া হলে ১২ নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে। এরপর ক্রয়াদেশ দেওয়া হলে সরবরাহ করা হবে পরিস্থিতির আলোকে।
ক্স    একক পরিবারের জন্য ৩৫ গ্যালনের বিন সুপারিশ করা হয়েছে। এতে তিনটি কিচেন ট্রাস ব্যাগ রাখা যাবে।
ক্স    একাধিক পরিবারের জন্য ৪৫ গ্যালনের বিন সুপারিশ করা হয়েছে। এতে চারটি পর্যন্ত কিচেন ট্রাস ব্যাগ রাখা যাবে।
ক্স    আপনার কাছে যদি নির্ধারিত ধরনের বিন আগে থেকেই থাকে, তবে তা আপনি ২০২৬ সালের জুন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এরপর সবাইকে সরকারি বিন ব্যবহার করতে হবে।
দাম কত?
স্যানিটেশন বিভাগ জানিয়েছে, সরকারি বিনগুলো ইঁদুর প্রতিরোধক। একইসাথে এগুলোর দামও কম। তাছাড়া স্যানিটেশনকর্মীরা এগুলো থেকে আবর্জনা সহজে সংগ্রহ করতে পারে।
জানা গেছে, ১০ বছরের ওয়ারেন্টিযুক্ত ৩৫ গ্যালনের বিনের দাম পড়বে ৪৫.৮৮ ডলার। আর ৪৫ গ্যালনেরগুলোর দাম হবে ৫৩.০১ ডলার।
আপনার বিন চুরি হয়ে গেলে নিউইয়র্ক পুলিশকে জানাবেন।
 

শেয়ার করুন: