বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্ক সিটিতে  উপস্থিতি বাড়াবে  পুলিশ

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫৩, ১৫ নভেম্বর ২০২৪

নিউইয়র্ক সিটিতে  উপস্থিতি বাড়াবে  পুলিশ

ছবি: সংগৃহীত

আকাশের দিকে আরো চোখ রাখবে নিউইয়র্ক পুলিশ বিভাগ। নতুন উচ্চপ্রযুক্তির ড্রোন বাহিনীর মাধ্যমে পাঁচটি বরার সবখানেই স্থলভাগের পাশাপাশি আকাশেও নজরদারি বাড়াবে পুলিশ। অপরাধ দমনের লক্ষ্যে নিউইয়র্ক পুলিশ যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, তার একটি হলো নিরাপত্তা জোরদার করা।
আর কেবল জমিনেই নয়, আকাশেও থাকবে টহল।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেছেন, ‘প্রযুক্তির প্রতি আমার বিশ্বাস অগাধ। আর এই কাজে ড্রোন হবে বেশ ভালো হাতিয়ার।’
তিনি বলেন, নিউইয়র্কবাসীদের নিরাপদ রাখতে নিউইয়র্ক সিটি ভবিষ্যতের দিকে উড়ে চলছে। ড্রোন হলো প্রমাণিত প্রযুক্তি। এর উপকার তাত্ত্বিক নয়। এগুলো এখন আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অংশ।
সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, থার্মাল সেন্সরসহ ১০টি ড্রোন মোতায়েন করা হয়েছে। এসব ড্রোন আরো দক্ষভাবে নজরদারি চালাতে পারবে, আমাদের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।
অন্তর্বর্তী এনওয়াইপিডি কমিশনার টমাস ডোনলন বলেন, পুলিশের ড্রোনগুলো জুন থেকে ২,৩০০-এর বেশিবার মোতায়েন করা হয়েছে। এছাড়া স্থলভাগেও পুলিশ সদস্য বাড়ানো হচ্ছে। তারা বিভিন্ন স্পটে মোতায়েন থাকবে।
 

শেয়ার করুন: