ছবি: সংগৃহীত
আগামী ২০৫০ সাল নাগাদ নিউইয়র্ক রাজ্যের জনসংখ্যা ১৩ শতাংশ তথা ২০ লাখের বেশি কমে যাবে বলে এক সমীক্ষায় বলা হয়েছে।
প্রধানত জন্মহার কমে যাওয়া এবং মৃত্যুর কারণে জনসংখ্যা কমবে বলে ওই সমীক্ষায় জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, এই ঘাটতি পূরণের জন্য প্রয়োজন যুক্তরাষ্ট্রের ভেতর কিংবা বিদেশ থেকে লোকজনের আগমন। কিন্তু সেটা প্রয়োজনের অনুপাতে হবে না বলে কর্নেল ইউনিভার্সিটি স্কুল অব পাবলিক পলিসির প্রোগ্রাম অন অ্যাপ্লাইড ডেমোগ্রাফিকসে বলা হয়েছে।
বিশ্লেষক জ্যান ভিঙ্ক বলেন, ‘রাজ্যের জনসংখ্যার প্রবণতা না বদলালে এখানকার মানুষের সংখ্যা কমতে থাকবে।
তিনি বলেন, ‘রক্ষণশীল হিসাবে বলা হচ্ছে যে ২০৫০ সাল নাগাদ জনসংখ্যা কমবে ১০ লাখের মতো। কিন্তু আমরা মনে করছি, কমার হার হবে অনেক বেশি।’
সমীক্ষায় বলা হয়, জনসংখ্যা এক কোটি ৯৭ লাখ থেকে কমে ২০৫০ সাল নাগাদ হতে পারে এক কোটি ৭০ লাখের কম।
এতে আরো জানানো হয়, জন্মহার কমে যাওয়ায় আগামী ২৫ বছরে নবজাতক থেকে ১৭ বছর বয়স্ক শিশুর সংখ্যা ১০ থেকে ২৫ ভাগ কমবে।
নিউইয়র্ক রাজ্যের জনসংখ্যা কোভিড-১৯-এর কারণে ব্যাপকভাবে কমে গিয়েছিল। ওই সময় ব্যাপক মৃত্যু এবং রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকেই পালিয়ে গিয়েছিল।
জনসংখ্যা কমার ফলে অনেক ক্ষতির একটি হবে মার্কিন কংগ্রেসে নিউইয়র্কের আসন কমে যাবে। নিউইয়র্কে কমা আসনগুলো ফ্লোরিডা ও টেক্সাসের মতো রাজ্যে বৃদ্ধি ঘটাবে।