ছবি: সংগৃহীত
মেলানিয়া ট্রাম্প খ-কালীন ফার্স্ট লেডির ভূমিকা পালন করার পরিকল্পনা করছেন। তিনি নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের সময় তার সময়কে নিউইয়র্ক, ফ্লোরিডা ও ওয়াশিংটন ডিসিতে ভাগাভাগি করে কাটাতে চাচ্ছেন। আর তা করবেন তাদের ছোট ছেলে ব্যারন ট্রাম্পকে আরো বেশি সময় দিতে।
মার-এ-লাগোর একটি বিশ্বস্ত সূত্র জানায়, ‘মেলানিয়া হবেন ফার্স্ট লেডি, তবে তা কেবল তার শর্তে। তিনি বড় বড় ঘটনায় উপস্থিত থাকবেন। তবে লেডিস টি, ছোটখাট বিষয়, সাক্ষাতকার দেয়া ইত্যাদিতে অংশ নেবেন না।’
সূত্রটি জানায়, ‘তিনি বড় বড় অনুষ্ঠানে যোগ দেবেন, তবে বাকি সময় নিজের খুশিমতো কাটাবেন। অবশ্য হোয়াইট হাউসে নিজের দায়িত্ব পালনে অনীহ থাকবেন না।’
সূত্রটি আরো জানায়, ‘মেলানিয়া হবেন খ-কালীন ফার্স্ট লেডি, তবে পূর্ণকালীন মা ও স্ত্রী।’
উল্লেখ্য, ট্রাম্প পরিবার পাম বিচের মার-এ-লাগোতে বসবাস করে। তবে তারা নিউইয়র্ক সিটির ফিফথ অ্যাভেনিউয়ের ট্রাম্প টাওয়ারের বাসাও খালি করেনি। এখানেই তাদের ১৮ বছর বয়স্ক সন্তান ব্যারন ট্রাম্প বাস করেন, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়াশোনা করছেন।
মেলানিয়া গত সেপ্টেম্বরে ফক্স নিউজকে বলেছিলেন, নিউইয়র্কে থাকার সিদ্ধান্তটি ব্যারনের। সে নিউইয়র্কেই থাকতে চায়, পড়াশোনা করতে চায়, নিজের বাসায় থাকতে চায়।
তিনি বলেন, ‘সে কলেজ জীবনকে উপভোগ করছে। আমি আশা করি, সে বিরাট অভিজ্ঞতা অর্জন করবে। কারণ অন্য যেকোনো ১৮,১৯ বছর বয়সী শিশুর চেয়ে সে ভিন্ন।’
তিনি জানান, দ্বিতীয় মেয়াদে তিনি প্রথম মেয়াদের চেয়ে কম উদ্বিগ্ন।
তিনি বলেন, ‘এবার পরিস্থিতি ভিন্ন। আমি আগের চেয়ে বেশি অভিজ্ঞ, অনেক বেশি জানি। আমি আগে হোয়াইট হাউসে ছিলাম। সেখানে গেলে কী প্রত্যাশা করা যায়, তা জানি।’