শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

এবারো SONO ডে  পাচ্ছে না স্কুলের  শিক্ষার্থীরা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৩, ২২ নভেম্বর ২০২৪

এবারো SONO ডে  পাচ্ছে না স্কুলের  শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির শিক্ষার্থীরা চলতি বছরও SONO ডে পাচ্ছে না। শিক্ষা বিভাগ তাদের রিমোট লার্নিং পরিকল্পনায় অটল থাকায় শিশুরা চলতি বছর ওই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
স্কুলস চ্যান্সেলর মেলিসা আভিলেস-র‌্যামোস ম্যানহাটানের একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের জানিয়েছেন, ‘অন্তত চলতি বছর তোমরা পাচ্ছো না।’
অনুষ্ঠানে শিক্ষার্থী, মা-বাবা, স্থানীয় নেতা, ডিওই স্টাফসহ প্রায় ২০০ ব্যক্তি উপস্থিত ছিলেন। সবাইSONO ডে ফিরে আসার ঘোষণা শোনার অপেক্ষায় ছিলেন।

এ প্রেক্ষাপটে তিনি বলেন, ‘আমি তোমাদের মিথ্যা আশ্বাস দেব না।’
তবে তার এই ঘোষণা অনেকেই ভালোভাবে নেননি। কুইন্সের এক মা রিমোট লার্নিংকে ‘উদ্দেশ্যহীন’ হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, ‘আমাদের দরকার পুরনো দিনের মতো SONO ডে।’ কেলি ভক নামের ওই নারীর সন্তানরা কুইন্সের একটি স্কুলে পড়াশোনা করে।
তিনি বলেন, তার সন্তানরা করোনা মহামারির সময় স্কুলে যায়নি। তবে এখন রিমোট লার্নিং উদ্দেশ্যহীন বিষয়ে পরিণত হয়ে পড়েছে।
এদিকে অনেকেই রিমোট লার্নিংয়ে সমস্যার কথাও বলেছেন। প্রায় ৬০ ভাগ অভিভাবক মিডিয়াকে জানিয়েছেন, ঘরে বসে কম্পিউটারে সিস্টেমে লগইন করতে তাদের সন্তানদের খুবই সমস্যায় পড়তে হয়। তবে স্কুলস চ্যান্সেলর এজন্য আইবিএমকে দায়ী করেছেন। 

শেয়ার করুন: