ছবি: সংগৃহীত
গত মঙ্গলবার রাতে কুইন্সের জ্যামাইকা এভিনিউয়ের গায় ব্রুয়ার বুলেভার্ডে ডাকাতি করার সময় পুলিশের গুলিতে এক পেশাদার ডাকাত নিহত হয়েছেন। এছাড়া একজন পথচারি ও একজন পুলিশ অফিসার গুলিতে আহত হয়েছেন। পুলিশ অফিসার কার গুলিতে আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
গুলিবিনিময় শুরু হওয়ার আগে ডাকাত জ্যামাইকা এভিনিউয়ে দুটি দোকানে ডাকাতি করেছিল। এর মধ্যে একটি ছিল ছোট খাবারের দোকান, অপরটি ধুমপানের উপকরণ বিক্রয়ের দোকান। ডাকাত দুটি দোকানেই এক রাউন্ড করে গুলি বর্ষণ করে এবং ক্যাশ কাউন্টারে ক্যাশিয়ারের কাছে অর্থ দাবী করে। প্রথম দোকানে ডাকাতির সময় পুলিশ কোনো সূত্র থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পরই গুলি বিনিময় শুরু হয়।
সূত্রমতে, পুলিশ যখন প্রথম দোকানে সংঘটিত ডাকাতিতে জড়িত সন্দেহভাজনকে খুঁজছিল, তখন একজন প্রত্যক্ষদর্শী পুলিশকে অপর এক ব্যক্তিকে দেখিয়ে দেয়, যে দ্বিতীয় দোকানে ডাকাতির সঙ্গে জড়িত ছিল। পুলিশ রাত সাড়ে ৬টায় তাকে শণাক্ত করে জ্যামাইকা এভিনিউ ১৬০ স্ট্রিটের কোণায় থামার নির্দেশ দেয়। কিন্ত সন্দেহভাজন পুলিশের নির্দেশ না মেনে তার আগ্নেয়াস্ত্র বের করে দৌড়াতে দৌড়াতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশ অফিসার রিচ ওং তার হাঁটুতে গুলিবিদ্ধ হন। অফিসার রিচ ওং গত সাত বছর যাবত নিউইয়র্ক পুলিশে আছেন এবং বর্তমানে ১০৩ প্রিসিঙ্কটে দায়িত্ব পালন করছেন। তিনি পাল্টা গুলি ছুঁড়লে সন্দেহভাজন ডাকাতের মুখে বিদ্ধ হয়। জ্যামাইকা হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার নাম গ্যারি ওয়ার্দি (৫৭)। তার বিরুদ্ধে হত্যাসহ ১৭টি গুরুতর অপরাধ সংঘটনের অভিযোগ আছে। অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে ওয়ার্দিকে জীবনভর প্যারোলে রাখা হয়েছিল এবং মাত্র ৬ দিন আগেও তাকে একবার গ্রেফতার করা হয়েছিল। সাম্প্রতিক সময়েও তিনি আগ্নেয়াস্ত্র দেখিয়ে তিনটি ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। গুলিবিদ্ধ পুলিশ অফিসার রিচ ওং এবং অপর আহত ২৬ বছর বয়স্কা নারী পথচারিকে জ্যামাইকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।