বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্কের গভর্নর হোকুলের ঘোষণা

গরীবদের খাওয়াতে ২৭ মিলিয়ন ডলার

প্রকাশিত: ০০:১৭, ৩০ নভেম্বর ২০২৪

গরীবদের খাওয়াতে ২৭ মিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

গভর্নর ক্যাথি হোকুল নিউইয়র্ক স্টেট হাঙ্গার প্রিভেনশন অ্যান্ড নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম (এইচপিএনএপি) এবং নারিশ নিউইয়র্কের (নারিশ এনওয়াই) জন্য আরো ২৭.৫ মিলিয়ন ডলার তহবিল দেওয়ার কথা ঘোষণা করেছেন। 
হোকুল বলেন, ‘পরিবারগুলো থ্যাংকগিভিংয়ের জন্য সমবেত হতে থাকায় আমরা জানি যে টেবিলে খাবার রাখার জন্য কোনো কোনো পরিবারের আরো কিছু টাকার দরকার। আর এ কারণেই এই বিনিয়োগ দরকার।’

তিনি বলেন, ‘প্রতিবেশি যখনই কঠিন অবস্থায় থাকে, তখন নিউইয়র্কাররা সবসময় তাদের সহযোগিতা করছে। অভাবগ্রস্ত এসব পরিবারকে খাবার যোগানোর আমাদের চেষ্টাটি আগামী কয়েক মাসে ৪০০ মিলিয়নের বেশি বেলার খাবারের ব্যবস্থা করবে।’
নতুন তহবিল ১১টি খাদ্য নিরাপত্তা সংস্থার হাতে যাবে। তারা এর মাধ্যমে নিউইয়র্ক রাজ্যের ২৬০০-এর বেশি খাদ্য বিতরণকেন্দ্র, লঙ্গরখানা, আশ্রয়কেন্দ্রকে সহায়তা দেবে।
গভর্নরের তহবিল যেসব সংগঠন পাবে :
  ফুড ব্যাংক ফর নিউইয়র্ক সিটি
   রিজিওন্যাল ফুড ব্যাংক অব নর্থইস্টার্ন নিউইয়র্ক ইনক
    ফিডমোর ডব্লিউএনওয়াই, ইনক।
   ক্যাথলিক চ্যারিটিজ ফুড ব্যাংক অব সাউর্দা টায়ার।
   ফুড ব্যাংক অব সেন্ট্রাল নিউইয়র্ক।
    ফিডিং ওয়েস্টচেস্টনার, ইনক।
    লং আইল্যান্ড কেয়ার, ইনক।
    আইল্যান্ড হারভেস্ট, লি.
    সিটি হারভেস্ট
    ফুডলিঙ্ক, ইনক।
এই তহবিল দিয়ে নিউইয়র্ক রাজ্যের কৃষকদের কাছ থেকে স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্য কিনে খাদ্য সহায়তা কর্মসূচিতে বিতরণ করতে হবে।
 

শেয়ার করুন: