বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

পরিস্থিতির আরো উন্নতি দেখতে চান এলাকাবাসী

কুইন্সে অপরাধ কমছে নাটকীয়ভাবে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৯, ৬ ডিসেম্বর ২০২৪

কুইন্সে অপরাধ কমছে নাটকীয়ভাবে

ছবি: সংগৃহীত

কুইন্সে অপরাধ কমছে ব্যাপকভাবে। দক্ষিণ কুইন্সে তো ধর্ষণ অর্ধেকে নেমে এসেছে। নিউইয়র্ক পুলিশ সূত্রে এই পরিসংখ্যান পাওয়া গেছে। পরিসংখ্যানে দেখা গেছে, আগের বছরের ৪ নভেম্বর থেকে ১ ডিসেম্বর মেয়াদের তুলনায় চলতি বছরে একই সময়ের ধর্ষণ প্রায় অর্ধেকে নেমে গেছে। আর উত্তর ও দক্ষিণ কুইন্সজুড়ে ডাকাতিও কমা অব্যাহত রয়েছে।

২০২৩ সালে ওই চার সপ্তাহে দক্ষিণ কুইন্সে ধর্ষণ হয়েছিল ২২টি। আর ২০২৪ সালের একই সময়ে হয়েছে ১২টি। অর্থাৎ কমেছে ৪৫.৫ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় আটটি পুলিশি এলাকার মধ্যে সাতটিতেই ধর্ষণ কমেছে।
দক্ষিণ কুইন্সের এলাকাগুলোর মধ্যে ধর্ষণ সবচেয়ে বেশি কমেছে হলিস পার্ক গার্ডেন্স, হলিস, লেকউড ও জ্যামাইকা নিয়ে গঠিত ১০৩তম প্রিসিনক্টে। আগের বছরের ছয়টি থেকে এবার হয়েছে দুটি।
তবে দক্ষিণ কুইন্সে ধর্ষণ কমলেও একই সময়ে উত্তরে তা ২৮.৬ শতাংশ বেড়েছে। আর এ অপরাধটি সবচেয়ে বেশি হয়েছে ১০৯তম প্রিসিনক্টে। ফ্লাশিং, কুইন্সবোরো হিল, কলেজ পয়েন্ট, হোয়াইটস্টোন ও বে টেরেন্স নিয়ে গঠিত এই এলাকায় আগের বছর একটিও ধর্ষণ ছিল না। এবার সেখানে হয়েছে ছয়টি। 
 

শেয়ার করুন: