ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির হাইস্কুলের ছাত্রদের ক্যারিয়ার-সংশ্লিষ্ট শিক্ষার মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা করার লক্ষ্যে পেইড ইন্টার্নশিপ এবং ক্যারিয়ার-কানেক্টেড দক্ষতা বিকাশের সুযোগ বাড়ানো হচ্ছে। মেয়র এরিক অ্যাডামস এবং নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলস চ্যান্সেলর মেলিসা আভিলেস-র্যামোস এই লক্ষ্যে বর্তমান নগর প্রশাসনের বহুল আলোচিত ফিউচাররেডি এনওয়াইসি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন।
নতুন ব্যবস্থায় কর্মসূচিটি আরো ৩৬টি স্কুলে সম্প্রসারিত হবে। ফলে মোট ১৩৫টি স্কুলে একই কার্যক্রম চালু থাকবে। তাছাড়া দুটি নতুন ক্যারিয়ার বিকাশের প্রযুক্ত করা হচ্ছে। এর ফলে হিউম্যান ও সোস্যাল সার্ভিস ছাড়াও হিটিং ভেন্টিলেশন ও এয়ার-কন্ডিশনিং এবং কার্বোনাইজেশনমুক্তকরণ পেশা অন্তর্ভুক্ত থাকবে। নতুন ব্যবস্থায় শিক্ষার্থীরা ২১ শতকের উপযোগী ক্যারিয়ার গঠন করার সুযোগ পাবে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র বলেন, আমাদের তরুণদেরকে ২১ শতকের উপযোগী করে শিক্ষা প্রদান করতে হবে। এ কারণেই আমরা ২০২২ সালে ফিউচাররেডি এনওয়াইসি চালু করেছিলাম।
তিনি বলেন, কর্মসূচিটি সম্প্রসারণ করার ফলে এখন নগরীর ১৩৫টি স্কুলের ১৫ হাজার শিক্ষার্থীর কাছে ক্যারিয়ার গঠনের সুযোগ সৃষ্টি হবে।
পার্টনারশিপ ফর নিউইয়র্ক সিটির প্রেসিডেন্ট ও সিইও ক্যাথরিন ওয়াল্ড বলেন, ফিউচাররেডি এনওয়াইসি পাবলিক স্কুলের শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ে তোলার আগের সকল কর্মসূচিকে ছাপিয়ে গেছে। এই কর্মসূচির ফলে চাকরির বিশাল সম্ভাবনা শিক্ষার্থীদের হাতের নাগালে চলে এসেছে।
এই কর্মসূচিটির জন্য মেয়র অ্যাডামসের প্রশাসন ২০২৫ সালের জন্য ৫৩ মিলিয়ন ডলার বরাদ্দ করেছেন