বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

অর্ধেক শিক্ষার্থীই স্বাস্থ্য শিক্ষা  থেকে বঞ্চিত

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৮, ৬ ডিসেম্বর ২০২৪

অর্ধেক শিক্ষার্থীই স্বাস্থ্য শিক্ষা  থেকে বঞ্চিত

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির মিডল স্কুলের ছাত্রদের প্রায় অর্ধেকই প্রয়োজনীয় স্বাস্থ্য শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ এদিকে নজর দিচ্ছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নগরীর এক পরিসংখ্যানে দেখা গেছে, পাবলিক মিডল স্কুলছাত্রদের মধ্যে মাত্র ৫৮ শতাংশ রাজ্যের নিয়মানুযায়ী প্রয়োজনীয় ৫৪ ঘণ্টা স্বাস্থ্য শিক্ষা পেয়ে থাকে। অন্যদিকে পাবলিক স্কুলছাত্রদের প্রায় ৯৯.৭ শতাংশই রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ম্যান্ডেট পূরণ করে থাকে।

এ নিয়ে সিটি হলে এক শুনানিতে নির্বাচিত কর্মকর্তারা যৌন সম্পর্কসহ স্বাস্থ্য শিক্ষা কিভাবে দেওয়া হয়, তা নিয়ে তথ্য চেয়েও না পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন। 
ব্রুকলিনের কাউন্সিলসদস্য ফারা লুই বলেন, স্কুলে স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে আমাদের তরুণদেরকে নিজেদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা সম্ভব।
তবে এ ব্যাপারে মেয়র কিংবা গভর্নরের অফিস থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 

শেয়ার করুন: