ছবি: সংগৃহীত
গভর্নর ক্যাথি হোকুলের ৯ বিলিয়ন ডলারের হোম-কেয়ার কর্মসূচি নিয়ে তদন্তর আহ্বান জানিয়েছেন তারই সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী রিচি টরেস। তবে এই স্পষ্টভাষী কংগ্রেসম্যান রাজ্যের শক্তিশালী হেলথকেয়ার ইউনিয়নের সমালোচনা করা থেকে বিরত থেকেছেন।
টরেস গভর্নরের কর্মসূচিটি নিয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষের কাছে। তার অভিযোগ, একটি লোভনীয় চুক্তি স্বাস্থ্য বিভাগের কনজ্যুমার ডিরেক্টেড পারসনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে।
সিডিপিএপি মেডিকএইড ও পরিচর্যা প্রদানকারী শত শত বেতনভুক অ্যাজেন্ট হিসেবে কর্মরতদের সহায়তায় কাজ করে থাকে। এই কাজে তদারকির ব্যবস্থা রয়েছে ন্যূনতম।
অবশ্য গভর্নর হোকুলের সমালোচনা করার কাজটি টরেস এবারই প্রথম করেছেন, এমন নয়। তিনি কয়েক সপ্তাহ ধরেই কাজটি করে যাচ্ছেন।
তবে এবারের অভিযোগটি বেশ গুরুতর বলেই মনে হচ্ছে। এখানে অনৈতিক কিছু ঘটে থাকতে পারে বলে অনেকেই মনে করছেন।