ছবি: সংগৃহীত
ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান টম্পসনকে হত্যার অভিযোগ আনা ব্যক্তিটি চিকিৎসা বীমা প্রতিষ্ঠানটির বিমা প্রতিষ্ঠানটির ক্লায়েন্ট ছিলেন না। সম্ভবত প্রতিষ্ঠানটির আকার ও প্রভাবের কারণে তাকে টার্গেট করেছিলেন বলে মনে করছে পুলিশ।
এনওয়াইপিডির গোয়েন্দা বিভাগের প্রধান যোশেপ কেনি মিডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, তদন্তকারীরা তদন্ত করে দেখেছেন যে লুইগি ম্যানগিয়ান জেনেছিলেন ইউনাইটেড হেলথকেয়ার নিউ ইয়র্ক সিটিতে তাদের বার্ষিক বিনিয়োগ সম্মেলন করতে যাচ্ছে।
ইউনাইটেড হেলথকেয়ার বাজার মূলধনের দিক থেকে শীর্ষ ২০ বৃহত্তম মার্কিন কোম্পানির একটি।
কেনি জানান, খুনের সন্দেহ আটক ব্যক্তিটি কখনো ইউনাইটেড হেলথকেয়ারের ক্লায়েন্ট ছিলেন বলে আমরা জানতে পারিনি। তবে তিনি উল্লেখ করেছেন যে এই প্রতিষ্ঠান আমেরিকার পঞ্চম বৃহত্তম করপোরেশন। এটি আমেরিকার বৃহত্তম হেলথকেয়ার সংস্থা। সম্ভবত এ কারণেই এই হত্যার পরিকল্পনা করেছিলেন তিনি।
লুইগি ম্যানগিয়ান এখনো পেনসিলভানিয়ার কারাগারে রয়েছেন। আলটোনায় ম্যাকডোনাল্ডসে তাকে দেখার পর আটক করা হয়। তবে তার আইনজীবী টমাস ডিকি জানিয়েছেন, তার মক্কেল নিজেকে নির্দোষ াবি করেছেন। তিনি াবি করেন, তার মক্কেলের সাথে এই হত্যার জড়িত থাকার সন্দেহাতীত কোনো প্রমাণ নেই। ম্যানহাটনের একটি হোটেলের বাইরে টম্পসনকে হত্যার পাঁচ দিন পর তার খুনের সাথে জড়িতে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, স্বাস্থ্য বিমাকারী প্রতিষ্ঠানের ওই সিইও ৪ ডিসেম্বর বিনিয়োগকারীদের সম্মেলনে অংশ নিতে ওই হোটেলে গিয়েছিলেন। এ সময় হত্যাকারী হোটেলের বাইরে অবস্থান নেই। টম্পসন বের হলে হত্যাকারী পেছন থেকে তাকে গুলি করে বাইসাইকেলে করে সেন্ট্রাল পার্ক দিয়ে পালিয়ে যান।
তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর তার শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।