বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

কাজের অনুমতির মেয়াদ

স্থায়ীভাবে বাড়ানোর  ঘোষণা ডিএইচএস’র

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৬, ১৩ ডিসেম্বর ২০২৪

স্থায়ীভাবে বাড়ানোর  ঘোষণা ডিএইচএস’র

ছবি: সংগৃহীত

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) চূড়ান্ত আইন জারি করেছে। এই আইন মার্কিন নিয়োগকারীদের সহায়তা করবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করবে। এছাড়া এর মাধ্যমে যেসব যোগ্য অ-নাগরিক তাদের কাজের অনুমোদন নবায়নের জন্য সময়মতো অনুরোধ করেছে, তাদের ওই অনুমোদন স্বয়ংক্রিয়ভাবে ১৮০ দিন থেকে ৫৪০ দিন বাড়ানোর ব্যবস্থা করেছে ডিএইচএস। কর্মীদের জন্য আরো বেশি নিশ্চয়তা সৃষ্টির জন্য ব্যবসায়ী সম্প্রদায়ের অনুরোধের প্রেক্ষাপটে এই ঘোষণা দেয়া হলো।

গত কয়েক বছর ধরে ইউএসসিআইএস মার্কিন অর্থনীতি, এর নিয়োগকারী এবং যাদেরকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে, তাদের সহায়তা করার অব্যাহত প্রয়াসের অংশ হিসেবে ইএডি আবেদন প্রক্রিয়ার সময় ব্যাপকভাবে কমিয়েছে। যোগ্য অনাগরিকদের কাজের অনুমতি বাতিল হওয়ার আশঙ্কা কমানোর অব্যাহত প্রয়াসের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অন্যদিকে মার্কিন নাগরিক এবং অভিবাসন পরিষেবাগুলো তাদের ইএডি অনুরোধগুলো বিবেচনা করছে, মার্কিন নিয়োগকারীদের কার্যক্রম আরো ভালোভাবে সম্পন্ন করা অব্যাহত রাখা নিশ্চিত করার চেষ্টা করছে। ইউএসসিআইএস চলতি বছর রেকর্ড সংখ্যক ইএডি আবেদন গ্রহণ ও প্রক্রিয়া করার প্রেক্ষাপটে প্রয়োজনের বিষয়টি সুস্পষ্ট। কাজে নিয়োজিত অনুমোদিত যোগ্য কর্মীদের বহাল রাখা, স্থানীয় অর্থনীতি, ব্যবসা ও কমিউনিটিগুলোকে সমর্থন প্রদান করার করার জন্য এটি হলো বাইডেন-হ্যারিস প্রশাসনের সর্বশেষ প্রয়াস।
হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সেক্রেটারি আলেজান্ড্রো এন মায়োরকাস বলেন, ২০২১ সালের জানুয়ারি থেকে আমেরিকার অর্থনীতি ১৬ মিলিয়নের বেশি চাকরি সৃষ্টি করেছে। আর ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি পদগুলো পূরণে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বয়ংক্রিয়ভাবে কাজ করার অনুমোদন দেওয়ার মেয়াদ বাড়ানোর ফলে লাল ফিতার দৌরাত্ম কমবে। এতে করে নিয়োগকারীদের বোঝা লাঘব হবে, লাখ লাখ যোগ্য ব্যক্তি সমাজে অবদান রাখতে পারবে, আমাদের অর্থনীতি আরো মজবুত হবে।
ইউএসসিআইএসের পরিচালক উর এম যাড্ডু বলেন, ‘ইউএসসিআইএস অপ্রয়োজনীয় বাধা কমাতে, আমাদের জাতির অথনীতিকে সহায়তাকারী অভিবাসী ব্যবস্থার বোঝা হ্রাস করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই চূড়ান্ত আইন ২০২৫ সালের ১২ জানুয়ারি কার্যকর হবে।
 

শেয়ার করুন: