ছবি: সংগৃহীত
জ্ঞাত অভিবাসী অপরাধীদের ডিপোর্ট, বাইডেন প্রশাসনের সীমান্তনীতির ব্যাপারে হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিন্তাভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য নতুন নিয়োগপ্রাপ্ত হোয়াইট হাউস ‘বর্ডার জার’ টম হম্যানের সাথে বৈঠকে বসছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।
সিটি হলেই বৈঠকটি হচ্ছে।
নিউইয়র্ক সিটির অভিবাসীদের মধ্যে যারা অপরাধের সাথে জড়িত, তাদেরকে সরিয়ে দেওয়ার কাজে সহায়তার ব্যাপারে হম্যানের অভিমত জানতে চাইবেন অ্যাডামস।
উল্লেখ্য, টম হম্যান ইতোমধ্যেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি এসব অভিবাসীকে আশ্রয় প্রদানকারী নগরীর ফেডারেল তহবিল কমানোর কথাও জানিয়েছেন।
হম্যান আরো জানিয়েছেন, তিনি অবৈধ অভিবাসীদের ব্যাপকহারে বহিষ্কার করার ট্রাম্পের প্রতিশ্রুতি কার্যকর করবেন।
একটি সূত্র জানিয়েছে, অ্যাডামস সাধারণ অবৈধ লোকজনকে নয়, বরং অপরাধীদের বহিষ্কার করার ব্যাপারে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি চান, অপরাধীরা যেন নিউ ইয়র্ক সিটিকে বসবাস করতে না পারে।
গত কয়েক সপ্তাহ ধরে অ্যাডামস নগরীর আশ্রয় প্রদানের মর্যাদার ব্যাপারে আরো কঠোর অবস্থান গ্রহণ করেছেন।
বাইডেন প্রশাসনের আমলে বিপুলসংখ্যক অভিবাসী নিউ ইয়র্ক সিটিতে প্রবেশ করে। তাদের জন্য করদাতাদের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে। গত বছর অভিবাসীর সংখ্যা কমলেও এখনো নগরীর কেয়ারে প্রায় ৫৭ হাজার অভিবাসী অবস্থান করছে।
অভিবাসীদের ব্যাপারে অ্যাডামসের প্রধান অ্যাজেন্ডা হলো ফেডারেল সহায়তা পাওয়া।
উল্লেখ্য, অভিবাসী ইস্যুতে অ্যাডামসের জনপ্রিয়তায় ধস নেমেছে। নিউইয়র্ক সিটির ভোটাররা অভিবাসীদের ঢল, তাদের জন্য নগরীর বিভিন্ন বাজেট কমানোতে খুশি নয়।