শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্কের করদাতারা এ বছর ফেরত পাবেন ৫০০ ডলার 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৯, ২০ ডিসেম্বর ২০২৪

নিউইয়র্কের করদাতারা এ বছর ফেরত পাবেন ৫০০ ডলার 

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল করদাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেছেন, যার মাধ্যমে রাজ্যের অধিকাংশ করদাতা আগামী বছর পর্যন্ত ৩ বিলিয়ন মূল্যস্ফীতি-সংক্রান্ত ফেরত চেক পেতে পারেন। এই ফেরত চেকের মাধ্যমে ৮.৬ মিলিয়ন মানুষ উপকৃত হবে, যার মধ্যে প্রায় ৩.৬ মিলিয়ন নিউইয়র্ক সিটির বাসিন্দা। গভর্নরের প্রত্যাশা, আগামী শরৎকালে এই ফেরত চেক বিতরণ করা হবে।

৯ ডিসেম্বর সোমবার গভর্নর ক্যাথি হোকুল এই প্রস্তাব উত্থাপন করেন। এই প্রস্তাবটি আগামী বছরের রাজ্য বাজেটের একটি অংশ হিসেবে অন্তর্ভুক্ত থাকবে এবং এটি আয়কর দাখিলকারীদের মধ্যে যারা বাড়তি খরচে অতিষ্ঠ তাদের জন্য সুখবর হতে পারে।
গভর্নর হোকুল বলেন, এই ফেরত আসবে রাজ্যের বিক্রয় করের অতিরিক্ত আয় থেকে, যা মূলত মূল্যস্ফীতির কারণে বেড়েছে। এটি জনগণের টাকা। এটি জনগণের পকেটে ফিরে আসা উচিত। এই অতিরিক্ত অর্থ রাজ্যের ব্যয় করার কোনো কারণ নেই। 
প্রস্তাব অনুযায়ী, যারা যৌথভাবে কর দাখিল করবেন এবং তাদের বার্ষিক আয় ৩০০,০০০ এর কম, তারা  ৫০০ ফেরত পাবেন। আর এককভাবে আয় ১৫০,০০০ এর মধ্যে থাকা ব্যক্তিরা পাবেন ৩০০। 
অ্যাসেম্বলি স্পিকার কার্ল হেস্টির মুখপাত্র মাইক হোয়াইল্যান্ড বলেন, এই ধরনের প্রস্তাব মধ্যবিত্ত এবং কর্মজীবী নিউইয়র্কবাসীদের সহায়তার জন্য একটি ভালো পদক্ষেপ।
এদিকে, প্রস্তাবটি এমন সময়ে এসেছে যখন ডেমোক্র্যাটরা নির্বাচনী চক্রে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিল, যেখানে ভোটাররা অর্থনীতি এবং বাড়তি খাদ্য ও আবাসন খরচের কারণে রিপাবলিকানদের প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন। তবে ডেমোক্র্যাটরা নিউইয়র্কে কংগ্রেসনাল নির্বাচনে কিছুটা ভালো ফল করেছিল, তবে সেনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে।
গভর্নর হোচুল ২০২৬ সালের নির্বাচনে নিজের অবস্থান শক্ত করতে প্রস্তুত হচ্ছেন, এবং তার জনপ্রিয়তা নিয়ে একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, কেবল এক তৃতীয়াংশ নিউইয়র্কবাসী তার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন।
 

শেয়ার করুন: