ছবি: সংগৃহীত
তিনি গত বছর বেতন পেয়েছিলেন চার লাখ ডলারের বেশি। ফলে তিনিই ছিলেন নিউইয়র্ক পুলিশ বিভাগের সর্বোচ্চ বেতনধারী কর্মী। সেই তিনিই আগাম অবসর গ্রহণের ইচ্ছার কথা জানিয়েছেন। তবে তার আকাশছোঁয়া ওভারটাইম বিল নিয়ে তদন্ত শুরু হওয়ায় বেশ বিপাকে পড়ে গেছেন।
লে. কাথিসা এপস পুলিশ বিভাগে কাজ করেছেন ২০ বছরের কম। আগাম অবসর নেওয়ায় তার পেনসনের ওপর প্রভাব পড়বে। তাছাড়া এই বিভাগে যারা দুই দশক কাজ করেন, তাদের জন্য নির্ধারিত ১২ হাজার ডলার ভাতা থেকেও তিনি বঞ্চিত হবেন।
তবে টাকা পাওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি তা নেবেন না, এমনটা এপসের চরিত্রের সাথে মেলে না। তিনি গত বছর নিউইয়র্ক পুলিশ বিভাগের বিভাগীয় প্রধান জেফেরি মাড্রের অফিসে প্রশাসনিক কাজ করার জন্য প্রায় দুই লাখ চার হাজার ডলার ওভারটাইম বিল নিয়েছেন।
এই ওভারটাইম বিল নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। তিনি যেসব দায়িত্ব পালনের জন্য ওই বিল নিয়েছেন বলে জানিয়েছেন, তা করেননি বলে অভিযোগ পাওয়া গেছে।
তাছাড়া ৫১ বছর বয়স্ক এপসের বিরুদ্ধে তার ওভারটাইম নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।
জানা গেছে, তিনি নিয়মিত কাজ ছাড়াও প্রায় ১,৬২৭ ঘণ্টা ওভারটাইম করেছেন গত বছর। অর্থাৎ তিনি সপ্তাহে প্রায় ৭৪ ঘণ্টা ওভারটাইম করেছেন।
ওভারটাইম এবং ১৬৪,৪৭৭ বেস স্যালারির ফলে তার মোট প্রাপ্তি ছিল চার লাখ ডলারের বেশি। আর এর মাধ্যমে তিনি নিউ ইয়র্ক পুলিশের সর্বোচ্চ বেতনধারী কর্মীতে পরিণত হন।
অন্যদিকে তার বস ম্যাড্রে একই বছর পেয়েছেন প্রায় ২৯২,০০০ ডলার।
এ ব্যাপারে মন্তব্য করতে বলা হলে এপস সাড়া দেননি। এমনকি নিউইয়র্ক পুলিশ বিভাগও কোনো মন্তব্য করেনি।