সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ভাড়া বৃদ্ধি অনুমোদন এমটিএ’র

আগামী বছর থেকে ট্রেনের  ভাড়া ৩ ডলার হচ্ছে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০০:৩৪, ২১ ডিসেম্বর ২০২৪

আগামী বছর থেকে ট্রেনের  ভাড়া ৩ ডলার হচ্ছে

ছবি: সংগৃহীত

ভাড়া বাড়ানো অনুমোদন করেছে এমটিএ। এর ফলে আগামী গ্রীষ্ম থেকে সাবওয়ে ও বাসে ভাড়া বেড়ে তিন ডলার হতে পারে।
এমটিএ বোর্ড তাদের শেষ সভায় ভাড়া বাড়ানোর এ প্রস্তাবটি অনুমোদন করেছিল। এছাড়া ৫ জানুয়ারি থেকে ৯ ডলার করে কনজেশন প্রাইসিংও শুরু হচ্ছে।
আর ২০২৫ সাল থেকে এমটিএর সেতু ও সুড়ঙ্গগুলোতে টোলও বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।

ভাড়া ও টোলের নির্দিষ্ট পরিমাণটি এখনো জানা না গেলেও এমটিএ প্রতি দুই বছর পর পর ভাড়া ৪ শতাংশ করে বাড়িয়ে থাকে। এর মানে হলো বর্তমানের ২.৯০ থেকে বেড়ে ৩ ডলার হতে পারে।
আর শেষবারের মতো ভাড়া বেড়েছিল ২০২৩ সালের আগস্টে। তখন ভাড়া ২.৭৫ ডলার থেকে বেড়ে হয়েছিল ২.৯০ ডলার।
এদিকে অন্য এক সংবাদ সম্মেলনে গভর্নর ক্যাথি হোকুল এক সংবাদ সম্মেলনে বলেন, ভাড়া বাড়ানোর প্রক্রিয়াটি চলমান। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জনসাধারণকে সম্পৃক্ত করে।
 

শেয়ার করুন: