বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

২০২৫ : কেমন হবে কুইন্স?

নবযুগ ডেস্ক 

প্রকাশিত: ০০:৩২, ২৯ ডিসেম্বর ২০২৪

২০২৫ : কেমন হবে কুইন্স?

প্রতীকী ছবি

নতুন বছরের আগমন আর কয়েকটি দিনের ব্যাপার। কেমন হবে তা কুইন্সের অধিবাসীদের জন্য? একদিকে যেমন তাদের পরিবহনব্যবস্থায় সামরিক ব্যাঘাত ঘটবে, অন্যদিকে হবে স্থায়ী আবাসন উন্নয়ন। তারা আরো সাশ্রয়ী বিকল্প হাতের নাগালেই পাবেন।
বছরের একেবারে শুরুতেই ট্রেন  চলাচলে সমস্যার মুখে পড়বেন কুইন্সবাসী। ১৭ জানুয়ারি রকএওয়ে সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। বন্ধ থাকবে চার মাসের জন্য।

এমটিএ জানিেেছ, হারিকেন স্যানডিতে ক্ষতিগ্রস্ত স্টেশনটির মেরামতের জন্য এই সময় লাগবে। তবে লোকজনকে স্বস্তি দিতে এ সময় বিনা মূল্যে শাটল বাস, এক্সপ্রেস বাস চালু করা হবে। একইসাথে রকএওয়ে পেনিনসুলার অধিবাসীদের জন্য লং আইল্যান্ড রেল রোডে বিশেষ ছাড় থাকবে।
তবে নতুন বছরে রকএওয়ে ভিলেজের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এটি কুইন্সবাসীর জন্য আরো সাশ্রয়ী গৃহায়নের ব্যবস্থা করবে।
এছাড়া নিউইয়র্র্ক পুলিশ বিভাগের ীর্ঘ প্রতিক্ষিত ১১৬তম প্রিসিক্ট স্টেশন হাউজ চালু হবে ডিসেম্বরে। এর ফলে রোজডেল, স্প্রিংফিল্ড গার্ডেন্স, ব্রুকভিল ও লরেলটনে টহল ওেয়া অফিসারদের জন্য সর্বাধুনিক বাসযোগ্য সুবিধা পাওয়া যাবে।
 

শেয়ার করুন: