প্রতীকী ছবি
এমটিএর ৬৫ বিলিয়ন ডলারের মূলধনী প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন নিউইয়র্ক রাজ্যের অ্যাসেম্বলি ও সিনেট নেতারা। এর ফলে আগামী জানুয়ারিতে আইন পরিষদের অধিবেশন আবার বসার সময় এ নিয়ে আলোচনায় বসতে তারা বাধ্য করলেন। আইনপ্রণেতারা প্রত্যাখানের কারণ হিসেবে ‘তহবিলের ব্যাপক ঘাটতি’র কথা উল্লেখ করেছেন।
পরিকল্পনাটি অনুমোদন লাভ করতে ব্যর্থ হওয়ার দু’দিন আগে এমটিএ চেয়ার ও সিইও জানো লিবারের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন সিনেট নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিন্স এবং অ্যাসেম্বলি নেতা কার্ল হ্যাস্টি।
চিঠিতে বলা হয়, ‘প্রস্তাবিত কর্মসূচিটি বর্তমানে ব্যাপকভাবে তহবিল ঘাটতির মুখে আছে। সাধারণভাবে স্বীকৃত হলো, প্রস্তাবিত মোট ৬৫ বিলিয়ন ডলারের মধ্যে অন্তত বিলিয়নই ঘাটতি রয়েছে। আমরা কর্মসূচিটি অনুমোদন করার আগে এই বিশেষ উদ্বেগটির সমাধান করা প্রয়োজন।’
কনজেশন প্রাইসিংয়ের বিরুদ্ধে মামলায় কর্তৃপক্ষ বড় ধরনের কিছু আইনগত বাধা দূর করার প্রেক্ষাপটে চিঠিটি দেওয়া হয়েছিল।
মূলধনী পরিকল্পনাটি সেপ্টেম্বরে এমটিএ বোর্ড অনুমোদন করেছিল। এ পরিকল্পনাটি ভাড়া ও ভর্তুকি থেকে পরিশোধ করা বেতন, বেনিফিটস ও ঋণ পরিষেবা পরিশোধকারী পরিচালনাগত বাজেট থেকে আলাদা।
বড় বড় প্রকল্পে তহবিলের ব্যবস্থা করা, রাজ্যের অবকাঠামোগুলোর মেরামত করা এবং এলিভেটেড ট্রেন কাঠামো এবং বিদ্যুৎ ব্যবস্থার সমস্যার সমাধান করা ছিল এই মূলধন পরিকল্পনার লক্ষ্য।
ক্যাপিটাল রিভিউ বোর্ড প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছিল।
এমটিএ মিডিয়াকে জানিয়েছে, আইন পরিষদের কোনো উদ্বেগ বা আপত্তি নেই বলে তারা শুনিয়েছিলেন। কারণ, এটি অনুমোদন করেছিল এমটিএ বোর্ড।
এমটিএ নেতৃত্ব জানিয়েছে, তাদের যদি ছাটাই করতেই হয়, তবে তারা সম্প্রসারণ প্রকল্পগুলোর কথাই প্রথমে বিবেচনা করবেন।