ছবি: সংগৃহীত
আগামী রাজ্য বাজেটে সর্বজনীন স্কুল মিলে সমর্থন দিতে চাচ্ছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। স্টেট এক্সিকিউটিভ অ্যাজেন্ডার অংশ হিসেবে এটা করা হচ্ছে বলে জানা গেছে।
রাজ্যের সকল স্কুল ডিস্ট্রিক্টের সর্বজীনন ব্যবস্থা করতে প্রায় ২৫০ মিলিয়ন ডলার লাগবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে স্বল্প আয়ের ডিস্ট্রিক্টগুলোতে ফ্রি স্কুল মিলের জন্য রাজ্যের ২৩৭ বিলিয়ন ডলার বাজেট থেকে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়ে থাকে।
গত কয়েক বছর ধরেই বেশ কয়েকজন রাজ্য আইনপ্রণেতা সর্বজনীন স্কুল মিলের জন্য চাপ দিয়ে যাচ্ছেন। গত বছর অ্যাসেম্বলি সদস্য জেসিকা গঞ্জালেজ-রোজাস এবং স্টেট সিনেটর মাইকেল হিনচে একটি বিল উত্থাপন করেছিলেন। তবে তারা সফল হননি। রাজ্য আইনপ্রণেতারা বুধবার একই ধরনের আরেকটি বিল উত্থাপন করেছেন।
সর্বজনীন স্কুল মিলের প্রতি রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেতিতিয়া জেমসও সমর্থন দিয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালে ফ্রি স্কুল মিল গ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানোর জন্য রাজ্যের বাজেটে ভর্তুকি বাড়ানো হয়েছিল।
বর্তমানে যুক্তরাষ্ট্রের আটটি রাজ্যে শিক্ষার্থীদের জন্য সর্বজনীন ফ্রি স্কুল মিলের ব্যবস্থা রয়েছে। বর্তমানে জাতীয় পর্যায়ে গত বছর কংগ্রেসে উত্থাপিত একটি বিল বিবেচনাধীন রয়েছে। এতে আয়-নির্বিশেষে সকল শিক্ষার্থীর জন্য ফ্রি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ও ¯œ্যাকের ব্যবস্থার কথা সুপারিশ করা হয়েছে।