বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

জিরো-ইমিশন 

গাড়ির ব্যবহার  বাড়াতে ১০০  মিলিয়ন ডলার

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৮:২০, ১০ জানুয়ারি ২০২৫

গাড়ির ব্যবহার  বাড়াতে ১০০  মিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

জিরো-ইমিশন গাড়ির ব্যবহার বাড়ানোর জন্য ১০০ মিলিয়ন ডলার রাজ্য তহবিল ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল।

নিউইয়র্কের ক্লাইমেট লিডারশিপ অ্যান্ড কমিউনিটি প্রটেকশন অ্যাক্ট ২০১৯-এর লক্ষ্য বাস্তবায়ন করার প্রয়াসে রাজ্যের জিরো-ইমিশন ট্রানজিট ট্রানজিশন প্রোগ্রাম (জেডইটিটি) থেকে এই তহবিল আসছে। এর লক্ষ্য হলো ২০৩০ সালে ৪০ শতাংশ এবং ২০৫০ সালের মধ্যে ৮৫ ভাগ গ্রিন হাউস গ্যাস নির্গমন ১৯৯০ সালের পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন।
গভর্নরের অফিস জানায়, নন-এমটিএ ট্রানজিট কর্তৃপক্ষগুলোকে এই তহবিলের জন্য আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। এই তহবিল দিয়ে জিরো-ইমিশন ট্রানজিট গাড়ি সংগ্রহ, স্থাপনা নির্মাণ এবং চার্জিং ও ফুয়েলিংয়ের ইউটিলিটি অবকাঠামো নির্মাণে সহায়তা করা যাবে।
যারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে, তাদের মধ্যে রয়েছে ক্যাপিটাল ডিস্ট্রিক্ট ট্রান্সপোরটেশন অথোরিটি (সিডিটিএ), সেন্ট্রাল নিউইয়র্ক রিজিওন্যাল ট্রান্সপোরটেশন অথোরিটি (সিএনওয়াইআরটিএ/সেন্ট্রো), নায়াগারা ফ্রন্টিয়ার ট্রান্সপোরটেশন অথোরিটি (এনএফটিএ) এবং রোচেস্টার গিনেসি রিজিওন্যাল ট্রান্সপোরটেশন অথোরিটি (আরজিআরটিএ/আরটিএস)।
এর বিবৃতিতে হোকুল বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ রণাঙ্গন হলো পরিবতন। আমাদের অবশ্যই এই গুরুত্বপূর্ণ খাত থেকে গ্রিনহাউস নির্গমন কমানোর প্রতিটি ভেন্যু অনুসন্ধান করতে হবে।’
আগামী ৪ এপ্রিল পর্যন্ত আবেদন গ্রহণ করা যাবে।
 

শেয়ার করুন: