বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বিলে রিপাবলিকানদের সাথে ৪৮ জন ডেমোক্র্যাটের সই

ছোট অপরাধেও অবৈধ অভিবাসীদের ডিপোর্ট 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৩, ১০ জানুয়ারি ২০২৫

ছোট অপরাধেও অবৈধ অভিবাসীদের ডিপোর্ট 

ছবি: সংগৃহীত

ছোটখাট অপরাধেও অবৈধ অভিবাসীদের বহিষ্কারের বা ডিপোর্টের বিল পাস করেছে হাউস। এই লক্ষ্যে আনা একটি বিলে রিপাবলিকানদের সাথে যোগ দিয়েছে ৪৮ জন ডেমোক্র্যাট। বৃহত্তর দমন অভিযানের প্রথম উদ্যোগ ছিল এটি।

হাউসের পাস করা বিলে অহিংস অপরাধের জন্যও অবৈধ অভিবাসীদের বহিষ্কার করার প্রস্তাব করা হয়েছে। নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুত দমন অভিযান এর মাধ্যমেই শুরু হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, সিনেটে রিপাবলিকানদের আসন আছে ৫৩টি। বিলটি পাস করার জন্য সাতজন ডেমোক্র্যাট সদস্যের সমর্থন প্রয়োজন। 
বিলটিতে সকল রিপাবলিকানের পাশাপাশি ৪৮ জন ডেমোক্র্যাটও ভোট দিয়েছেন। ফলে সিনেটেও বিলটি সহজেই পাস হবে বলে ধারণা করা হচ্ছে। বিলটির নামকরণ করা হয়েছে ল্যাকেন রিলের নামে। ২২ বছর বয়স্ক এই নার্সিং স্টুডেন্ট গত বছর জর্জিয়ায় এক অবৈধ অভিবাসীর হাতে নিহত হন। ওই অভিবাসীর বিরুদ্ধে দোকানে চুরির অভিযোগ আনা হলেও তাকে আটক করা হয়নি।
এক সমীক্ষায় দেখা গেছে, যেসব ডেমোক্র্যাট এই বিলের পক্ষে ভোট দিয়েছেন, তারা সবাই প্রতিযোগিতামূলক এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। খুব অল্প ব্যবধানে জয়ী হওয়ায় ভবিষ্যতের কথা চিন্তা করে তারা এ কাজ করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
তবে ডেমোক্র্যাটরা সাধারণভাবে বিলটির বিপক্ষে। তারা একে অসাংবিধানিক হিসেবে অভিহিত করেছেন।
 

শেয়ার করুন: