ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির মানসিক অসুস্থতা এবং গৃহহীনতা দূর করার জন্য ঘোষিত ৬৫০ মিলিয়ন ডলারের পরিকল্পনার সমালোচনাকারীদের ধুয়ে দিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। তিনি ‘সত্যিকারের সমাধান নিয়ে এগিয়ে আসতে বয়স্কদের’ প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
গত সপ্তাহে ‘স্টেট অব দি সিটি’ বক্তৃতায় নিজের পরিকল্পনা উত্থাপন করেছিলেন অ্যাডামস। তার পরিকল্পনার সমালোচনা করেছেন সিটি কম্পট্রোলার এবং ২০২৫ সালের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে তার প্রতিদ্বন্দ্বী ব্রাড ল্যান্ডার।
অ্যাডামস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আপনি পরিচালনার কাজ যথাযথভাবে বুঝতে না পারলে আপনি ভবিষ্যতের জন্য সমস্যা সৃষ্টি করে ফেলবেন।’
সংবাদ সম্মেলনে মেয়র তার ওই পরিকল্পনার বিস্তারিত বিবরণও তুলে ধরেন। তিনি জানান, তিনি ‘ব্রিজ টু হোম’ নামের ১০০ শয্যার স্থাপনা প্রতিষ্ঠা করবেন। কাজটি হবে ২০২৭ অর্থবছরের মধ্যেই।
তিনি তার বক্তৃতায় ৯০০ শয্যার ‘সেফ হেভেন’ নির্মাণের সময়সূচিও প্রকাশ করেন। আগামী গ্রীষ্মেই নিউ ইয়র্ক সিটিজুড়ে এর নির্মাণকাজ শুরু হবে। এজন্য ব্যয় হবে ১০৬ মিলিয়ন ডলার।
তবে ল্যান্ডার এই পরিকল্পনার বিরোধিতা করে বলেন, মেয়রের বক্তৃতায় বিশেষ করে সাবওয়েতে বসবাসকারী লোকজনের সমস্যার সমাধানের কথা বলা হয়নি।
তিনি বলেন, আমাদের জন্য ৯০০ শয্যার সেফ হেভেন পর্যাপ্ত নয়। আরো বেশি দরকার। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ৯০০ শয্যা কোথায় বানানো হবে, সে কথাও সুস্পষ্টভাবে উল্লেখ নেই।