শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

অবশেষে সাবওয়ে অপরাধ স্বীকার  হোকুলের

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৩, ১৭ জানুয়ারি ২০২৫

অবশেষে সাবওয়ে অপরাধ স্বীকার  হোকুলের

ছবি: সংগৃহীত

অবশেষে নিউইয়র্ক সিটির সাবওয়ে অপরাধের কথা স্বীকার করে নিলেন গভর্নর ক্যাথি হোকুল। তবে ‘স্টেট অব দি স্টেট’ ভাষণে তিনি এর সমাধানে যেসব ‘প্রস্তাব’ করেছেন, সেগুলোকে প্রতীকী হিসেবে অভিহিত করেছেন সমালোচকেরা। গভর্নর তার ৫৭ মিনিটের ভাষণে নিউইয়র্কের বাসিন্দাদের আর্থিক সমস্যা লাঘবের জন্য বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছেন। এসবের মধ্যে রয়েছে মধ্যবিত্তদের কর কমানো এবং এককালীন নগদ অর্থ প্রদান। ২০২৪ সালের নির্বাচনে এই অর্থনৈতিক সমস্যাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

গভর্নরের স্টেট অব দি স্টেট ভাষণে গুরুত্বপূর্ণ যেসব প্রস্তাব ছিল :
    আগামী ছয় মাস প্রতিটি রাতের সাবওয়ে ট্রেনে এনওয়াইপিডি অফিসার মোতায়েন।
    রাজ্যের ‘ডিসকভারি’ আইন পরিবর্তন করা। এর ফলে কারিগরি কারণে অপরাধমূলক মামলা খারিজ করা আরো কঠিন হয়ে যাবে।
    পাবলিক স্কুলগুলোতে ফোনের ব্যবহার কমানো বা নিষিদ্ধ করা নিয়ে বহুল আলোচিত উদ্যোগের বিস্তারিত রূপরেখা প্রদান।
    চিকিৎসকদের সুপারিশ করা গর্ভপাতের ওষুধ সুরক্ষা করা। উল্লেখ্য, নিউ ইয়র্কের বিদ্যমান কঠোর গর্ভপাত সুরক্ষা এবং রাজ্যের সংবিধানে সাম্প্রতিক ‘ইকুয়াল রাইটস অ্যামেন্ডমেন্ট’ ধারা থাকা সত্ত্বেও তিনি এই প্রস্তাব করেছেন।
    ডায়াবেটিস এবং ওজন কমানোর ওষুধের ব্যয়ভার মেডিকঅ্যাইডের মাধ্যমে মেটানোর বিষয়টির ওপর গুরুত্বারোপ। 
    গ্রিনহাউস গ্যাসের মূল্য পরিশোধের জন্য তেল কোম্পানিগুলোর জন্য ‘ক্যাপ-অ্যান্ড-ইনভেস্ট’ কর্মসূচি বাস্তবায়নে শিথিলতা। 
গভর্নর প্রতিটি ট্রেনে একজন করে পুলিশ মোতায়েনের সুপারিশ করলেও তার ভাষণ শেষ হওয়ার পরপরই এক বিবৃতিতে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ বলেন, প্রতিটি ট্রেনে দুজন করে অফিসার রাখা হবে।
সাবওয়েতে অপরাধ বাড়ার প্রেক্ষাপটে হোকুল এটি দমনের ওপর গুরত্বারোপ করলেন। বিশেষ করে এক গৃহহীনকে পুড়িয়ে হত্যা করাসহ বেশ কয়েকটি সাবওয়ে ঘটনা বেশ তোলপাড়ের সৃষ্টি করেছে।
 

শেয়ার করুন: