শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

১৮ মিলিয়ন ডলার রয়েছে নগদ

হোকুলের পুনঃনির্বাচনের  জন্য ১০ মিলিয়ন ডলার 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৫, ১৭ জানুয়ারি ২০২৫

হোকুলের পুনঃনির্বাচনের  জন্য ১০ মিলিয়ন ডলার 

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল তার পুনঃনির্বাচন এবং রাজ্য ডেমোক্র্যাটিক পার্টির জন্য ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে ১০ মিলিয়ন ডলারের বেশি সংগ্রহ করেছেন। এর মধ্যে ফ্রেন্ডস অব ক্যাথি হোকুলের ৩.৩ মিলিয়ন ডলার এবং দলের জন্য ৬.৭ মিলিয়ন ডলার রয়েছে।

গভর্নর ২০২৩ সালের জানুয়ারিতে একটি পূর্ণ মেয়াদের জন্য অভিষিক্ত হওয়ার পর থেকে ৩২.৫ মিলিয়ন ডলারের বেশি সংগ্রহ করেছেন। বর্তমানে তার কাছে নগদ রয়েছে ১৮ মিলিয়ন ডলার। আর রাজ্য দলের কাছে আছে ২.৬ মিলিয়ন ডলার।
গভর্নর পদে হোকুল ২০২৬ সালে দ্বিতীয় পূর্ণ মেয়াদের জন্য লড়াই করবেন। তিনি মঙ্গলবার তার ২০২৫ সালের স্টেট অব দি স্টেট ভাষণ দিয়েছেন। এতে তিনি আরেক মেয়াদে জয়লাভের জন্য অ্যাজেন্ডা নির্ধারণ করে দিয়েছেন।
 

শেয়ার করুন: