
প্রতীকী ছবি
গভর্নর ক্যাথি হোকুল নিউইয়র্কের স্কুলগুলোর জন্য ‘বেল-টু-বেল’ স্মাটফোন এবং অন্যান্য ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব করেছেন তার বাজেট পরিকল্পনায়। তার ১৩.৫ মিলিয়ন ডলারের বিলে এই নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে।
গভর্নরের বক্তৃতা এবং বাজেট নথি থেকে জানা গেছে, আট অঙ্কের এই পরিকল্পনাটি স্মার্টফোনের যন্ত্রণা থেকে শিক্ষার্থীদের রক্ষা করার জন্য স্কুলগুলোকে নিজস্ব পরিকল্পনা প্রণয়ন করতে বলা হবে।
গভর্নর বলেন, আগামী স্কুলবর্ষ থেকে প্রতিটি শিক্ষার্থীকে ক্লাসের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত স্মার্টফোন এবং এ জাতীয় ডিভাইস থেকে দূরে রাখা হবে।
তিনি বলেন, এর অর্থ হচ্ছে ক্লাস চলাকালে, লাঞ্চের সময়, হলওয়েতে থাকার সময় আমাদের বাচ্চারা সামাজিক মাধ্যমের সীমাহীন বাধা থেকে মুক্ত থাকবে। তারা মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপতা সৃষ্টিকারী যন্ত্রটি থেকে দূরে থাকতে পারবে।
গভর্নর, শিক্ষকরা এবং শিক্ষাবিদেরা দীর্ঘ দিন ধরেই ‘ফোন-ফ্রি’ স্কুল রাজ্য হিসেবে নিউ ইয়র্ককে সামিল করার জন্য চেষ্টা করে আসছেন।