বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

কনজেশন প্রাইসিং  এড়াতে ভুয়া  প্লেট

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৫, ৩১ জানুয়ারি ২০২৫

কনজেশন প্রাইসিং  এড়াতে ভুয়া  প্লেট

ছবি: সংগৃহীত

ভুয়া লাইসেন্স প্লেট লং আইল্যান্ডের অনেক বাসিন্দার জন্য মাথাব্যথার কারণ হয়ে পড়ছে। প্রায় আসল প্লেটের মতো দেখতে এসব প্লেট অনলাইনে বিক্রি হচ্ছে এবং তা দিয়ে কনজেশন প্রাইসিং এড়াতে সুবিধা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আর এর ফলে অনেকে মারাত্মক সমস্যায় পড়ছেন।

নিউজ ১২ এ ধরনের একটি খবর প্রকাশ করেছে। ওই খবরে দেখা যায়, ভুয়া প্লেট পাওয়া কত সহজ। আর এতে নিরীহ নাগরিকরা ভয়াবহ বিপদে পড়ে থাকেন।
হানটিংটনের এক দাদি জানান, তিনি বড় ধরনের বিপদে পড়েছেন। তার নামে সারা দেশ থেকে, এমনকি কানাডা থেকেও জরিমানার টিকিট আসছে। সবই তার ১৭০১ নম্বর প্লেটের বিপরীতে আসছে। অথচ তিনি তার প্লেটটি ২০২০ সালেই নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অব মোটর ভেহিক্যালসে জমা দিয়ে দিয়েছিলেন।
তিনি বলেন, কাজটি বিপজ্জনক। এটি প্রতারণার মতোই।
তিনি বিশ্বাসই করতে পারছেন না, তার প্লেটের মতো ভুয়া প্লেট অ্যামাজনের মতো প্রতিষ্ঠান বিক্রি করতে পারে।
 

শেয়ার করুন: