ছবি: সংগৃহীত
ট্রাম্প প্রশাসন ব্যাপকভিত্তিক গ্রেফতার অভিযান অব্যাহত রাখলে অ্যাজেন্ট সংখ্যা অনেক বাড়াতে হবে বলে অভিমত প্রকাশ করেছেন নিউইয়র্ক সিটির সাবেক আইস প্রধান। টমাস ডেকার মিডিয়াকে বলেন, ‘নিউইয়র্কে আমাদের অ্যাজেন্ট বাড়ানো দরকার। আমি অন্তত তিনগুণ বাড়ানোর কথা বলব। এর অর্থ হলো, আমরা সঠিক সংখ্যাটি জানি না। আমরা কেবল হাজার হাজার সংখ্যার কথাই বলছি।’
নিউইয়র্ক সিটি থেকে হাজার হাজার লোককে বহিষ্কার করা হতে পারে বলে শোনা যাচ্ছে। অবশ্য এসব লোকের অনেকের আবেদনের ফয়সালা এখনো হয়নি।
নিউইয়র্ক সিটিতে মঙ্গলবার প্রথম বড় ধরনের অভিবাসনবিরোধী অভিযান পরিচালিত হয়। সূর্য ওঠার আগেই ফেডারেল অ্যাজেন্টরা ব্রঙ্কসে জড়ো হয়ে যায়। ওই দিন ২০ জনকে গ্রেফতার করা হয়।
ডেকার বলেন, অভিযান বাইডেনের আমলেও হতো। তখন হয়তো দিনে ৫ জন গ্রেফতার হতো। কিন্তু এখন হচ্ছে ২০ জন।