ছবি: সংগৃহীত
কয়েকটি ফেডারেল সহযোগিতা কর্মসূচির তহবিল জব্দ করায় ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন কুইন্সের কর্মকর্তারা। অমুনাফামূলক, বিশ্ববিদ্যালয়, ছোট ব্যবসায়িক ঋণ এবং সরকারি মঞ্জুরির এসব তহবিল প্রত্যাহার করেছে ট্রাম্প প্রশাসন।
ইউএস ডিস্ট্রিক্ট জজ লোরেন এল আলিখান মঙ্গলবার বিকেলে ফেডারেল তহবিল জব্দের কাজ শুরু করেন। এসব তহবিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাজেন্ডার সাথে সাংঘর্ষিক কিনা তা পর্যালোচনা করার জন্য ফেডারেল আর্থিক সহায়তার সাথে সম্পর্কিত সকল তৎপরতা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এর আগে সোমবার রাতে হোয়াইট হাউসের এক মেমোতে সকল ফেডারেল সংস্থাকে ট্রাম্পের ইস্যু করা নির্বাহী নির্দেশগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়।
তবে মেমোতে বলা হয়, ব্যয় বিরতির এই নির্দেশ সামাজিক নিরাপত্তা এবং মেডিকেয়ার খাতের জন্য প্রযোজ্য হবে না।
উল্লেখ্য, হোয়াইট হাউস জানিয়েছে, ২০২৪ সালে ফেডারেল সহায়তা কর্মসূচির আওতায় তিন ট্রিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে।