বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সেলফোনে নিষেধাজ্ঞা

আরো টাকা চান  স্কুলস চ্যান্সেলর

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৭, ৩১ জানুয়ারি ২০২৫

আরো টাকা চান  স্কুলস চ্যান্সেলর

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির স্কুলগুলোতে সেলফোন নিষিদ্ধ করার কার্যক্রম বাস্তবায়ন করার জন্য বাজেটে গভর্নর ক্যাথি হোকুলের ১৩.৫ বিলিয়ন ডলার বরাদ্দকে অপর্যাপ্ত হিসেবে অভিহিত করেছেন স্কুলস চ্যান্সেলর। নিউইয়র্ক সিটির প্রায় অর্ধেক স্কুলে ইতোমধ্যেই ওই নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তিনি এই অভিযোগ তুললেন।

স্কুলগুলোতে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সেলফোন নিষিদ্ধ করার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পুরো রাজ্যে হোকুল ২৫২ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা করছেন।
শিশুদের ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য মেলিসা আভিলেস-রামোস আরো অর্থ বরাদ্দ করার জন্য আলবানির প্রতি অনুরোধ করেছেন।
চ্যান্সেলর আভিলেস-রামোস বলেছেন, স্কুলে ফোন বন্ধ করার জন্য বিশেষ ধরনের ম্যাগনেটিক লকিং ব্যাগ ব্যবহারই সর্বোত্তম। কিন্তু এসব ব্যাগের দাম গভর্নরের বরাদ্দ করা ছাত্রপ্রতি  ডলারের প্রায় তিনগুণ।
তিনি বলেন, এসব ব্যাগের প্রতিটির দাম প্রায় ডলার করে। সেইসাথে আছে বার্ষিক ফি।
তবে টিচার্স ফেডারেশনের প্রেসিডেন্ট মাইকেল মালগ্রে ভিন্ন পরামর্শও দিয়েছেন। তিনি ফোন রাখার জন্য দামি ব্যাগ কেনার বদলে বিভিন্ন গ্রেডের শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করেছেন। 
তিনি বলেন, প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা কোনো সংগঠকের কাছে তাদের ফোন জমা রাখতে পারে। আর পুরনো শিক্ষার্থীরা তাদের ফোনগুলো লকারে রাখতে পারে।
 

শেয়ার করুন: