ছবি: সংগৃহীত
অবশেষে কাজে ফিরলেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। নাম প্রকাশ না করা রোগে আক্রান্ত হওয়ায় তিন দিন বিরতিতে ছিলেন তিনি।
অ্যাডামস গত সপ্তাহে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। চিকিৎসক তাকে পরবর্তী পরীক্ষার আগ পর্যন্ত সকল ধরনের কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন। বুধবার চিকিৎসক তাকে সুস্থ বলে ঘোষণা করেন।
সিটি হল প্রেস সেক্রেটারি কাইলা মামেল্যাকও চিকিৎসকের কাছে মেয়রের যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
কাজ থেকে মেয়রের সাময়িক বিরতি নেওয়ার পর রাজনৈতিক মহলে নানা ধরনের গুজব দেখা যায়। অনেকে মনে করতে থাকেন, ফৌজদারি মামলা কিংবা সম্ভাব্য ক্ষমা লাভের জন্য তিনি এ ধরনের বিরতিতে গেছেন। তবে তার আইনজীবী আলেক্স স্পিরো সব গুজব নাকচ করে দিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, মেয়র পদত্যাগ করছেন না।
বিরতিতে থাকার সময় অ্যাডামসকে ইউনিয়নের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন বলে ছবি প্রকাশ পেয়েছে। এতে বলা হয়, আসন্ন প্রাইমারিতে তারা তাকে সমর্থন দেবেন।