
প্রতীকী ছবি
নিউইয়র্ক সিটিতে খুন, হামলা, ডাকাতিসহ বড় বড় অপরাধ ব্যাপকভাবে কমেছে বলে পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে। ২০২৪ সালের জানুয়ারির তুলনায় গত মাসে সাত ধরনের প্রধান অপরাধ ১৬.৮ শতাংশ কমেছে বলে জানা গেছে। পুলিশের হিসাব অনুযায়ী আগের বছরের একই সময়ের তুলনায় গত মাসে অপরাধ কম হয়েছে ১৭ শ’। মেয়র এরিক অ্যাডামস আলবানিতে রাজ্য আইনসভায় বাজেট শুনানির সময় এই তথ্য দেন।
নিউইয়র্ক পুলিশের বক্তব্য অনুযায়ী ২০২৪ সালের তুলনায় গত মাসে খুন ২৪ শতাংশ কমে ৩৩ থেকে ২৫ হয়েছে। ডাকাতি ২৬ শতাংশ কমে ১,৪৩৬ থেকে ১,০৬৩ হয়েছে। গুরুতর অপরাধ ৬.৯ শতাংশ কমে ২,১৩০ থেকে ১,৯৮৩ হয়েছে। ছিঁচকে চুরি ৩.৭ শতাংশ করে ১,১০০ থেকে কমে ১,০৫৯ হয়েছে।
তবে ধর্ষণ বেড়েছে। গত বছরের জানুয়ারি থেকে গত মাসে ধর্ষণ ৪০ শতাংশ বেড়েছে। গত বছরের জানুয়ারিতে হয়েছিল ১০৬টি। এবার হয়েছে ১৪৯টি।
নগর কর্মকর্তারা দাবি করেছেন, গত সেপ্টেম্বর থেকে কার্যকর নতুন রাজ্য আইনের কারণে এই সমস্যা বেড়েছে।
নতুন আইনে জোরপূর্বক ওর্যাল সেক্স এবং অ্যানাল সেক্স এবং সেইসাথে যোনিপথে প্রবিষ্ঠকরণকেও ধর্ষণের সংজ্ঞার মধ্যে ফেলা হয়েছে।
সার্বিকভাবে গত মাসে ৮,৪৩৩টি বড় ধরনের অপরাধ হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি মাসে হয়েছিল ১০,১৩৩টি।
চলতি জানুয়ারির অপরাধের সংখ্যা ২০২০ সালের একই মাসের সমান। তবে তা ২০১৯ সালের চেয়ে বেশি। উল্লেখ্য, ২০২০ সালে অপরাধ হয়েছিল ৮,৪৩৭টি, আর ২০১৯ সালে হয়েছিল ৭,২১৫টি।
ট্রানজিট অপরাধও গত মাসের তুলনায় কমেছে। ২০২৪ সালের জানুয়ারিতে যেখানে ািছল ৩৬.৪ শতাংশ, গত মাসে হয়েছে ১৪৭টি।