
প্রতীকী ছবি
নিউইয়র্ক সিটির অভিবাসী সঙ্কট সামাল দিতে আইনপ্রণেতাদের কাছে আরো ১.১ বিলিয়ন ডলার চেয়েছেন মেয়র এরিক অ্যাডামস।
অ্যাডামসের বিরোধীরা তার এই আবেদনে কতটা সাড়া দেবে, তা নিশ্চিত নয়। কারণ, ইতোমধ্যেই বিরোধীরা তার অনেক কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।
উল্লেখ্য, ইতোমধ্যেই তিনি অভিবাসীদের পেছনে ৬.৯ বিলিয়ন ডলারের বেশি খরচ করে ফেলেছেন।
অ্যাডামস বলেন, আগামী ১২ মাসে অভিবাসীদের প্রয়োজন পূরণ করার জন্য আরো প্রায় ১.১ বিলিয়ন ডলার রকার। তিনি এই অর্থ অনুমোন করার জন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান।
গত বছর গভর্নর ক্যাথি হোকুল ও আলবানির আইনপ্রণেতারা অভিবাসী সঙ্কট সমাধানের জন্য ৪.৩ বিলিয়ন ডলার তহবিল দেওয়ার জন্য সম্মত হয়েছিলেন।
সিটি হল কর্মকর্তারা মিডিয়াকে জানান, ১.১ বিলিয়ন ডলার কামনা করা হচ্ছে মূলত বিগ অ্যাপেলের কেয়ারে এখনো অবস্থান করা ৪৬ হাজার অভিবাসীকে খাওয়ানো, আশ্রয় প্রধান এবং পরিচর্যা করার জন্য।
এই অর্থ বরাদ্দ করা না হলে বাজেটে ছাঁটাই করা হতে পারে বলে সিটি হলের মুখপাত্র কায়লা ম্যামেলাক জানিয়েছেন।
তিনি জানান, আইনপ্রণেতারা ব্যবস্থা না করলে এই অর্থের জন্য আমাদেরকে বিকল্প পথের সন্ধান করতে হবে।