বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

অভিবাসীবিরোধী অভিযান

নিউইয়র্কের স্কুলগুলোকে নিরাপদ বলা হচ্ছে

নবযুগ ডেস্ক 

প্রকাশিত: ০৫:০১, ৮ ফেব্রুয়ারি ২০২৫

নিউইয়র্কের স্কুলগুলোকে নিরাপদ বলা হচ্ছে

প্রতীকী ছবি

ট্রাম্প প্রশাসনের অভিবাসীবিরোধী অভিযান জোরদার হওয়ার প্রেক্ষাপটে স্কুলস চ্যান্সেলর মেলিসা আভিলেস-রামোস দৃঢ়তার সাথে বলেছেন, অভিবাসী পরিবারগুলো নিশ্চিত মনে তারে সন্তানদের স্কুলে পাঠাতে পারে। এখানে সন্তানদের নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। অভিযানের প্রেক্ষাপটে অনেক অভিবাসী পরিবার তাদের সন্তানদের স্কুলে পাঠাতে চাচ্ছে না মর্মে খবর প্রকাশিত হওয়ার পর এই আশ্বাস দেওয়া হলো।
ব্রনস্কে ওয়ার্ল্ড রিড অ্যালাউড ডে উদযাপন উপলক্ষে অভিলেস-রামোস মিডিয়াকে বলেন, ‘আমরা নিউইয়র্ক সিটির একেবারে প্রতিটি শিক্ষার্থীর মনে বিশ্বাস জন্মাতে চাই যে তাদের জন্য এই স্থান পুরোপুরি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক।’

তিনি বলেন, ‘স্কুলগুলো যে নিরাপদ স্থান তা নিয়ে আমরা পরিবার ও প্রিন্সিপ্যালদের নিয়ে বেশ কয়েকটি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছি।’
উল্লেখ্য, গত সপ্তাহে আলবানিতে আইনপ্রণেতাদের কাছে অভিলেস-রামোস স্বীকার করেন যে ট্রাম্পের অভিষেকের পর থেকে স্কুলে হাজিরা কমে গেছে।
তিনি বলেন, স্কুলে সন্তানদের পাঠাতে অভিভাবকদের ভয় ছাড়াও নানা কারণে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া কমে গেছে।
তবে মেয়র বলেন, ঠান্ডা আবহাওয়াসহ নানা কারণেও শিক্ষার্থীদের স্কুলে আসা কমে থাকতে পারে। তিনি আগের মাসগুলোর সাথে তুলনা করে এ ব্যাপারে মন্তব্য করার অনুরোধ করেন।
অবশ্য, সমালোচকরা বলেন, ট্রাম্প প্রশাসনের প্রতি শ্রদ্ধাবোধ থেকে মেয়র এই মন্তব্য করে থাকতে পারেন।
অবশ্য, এখন পর্যন্ত নগরীর কোনো স্কুলে ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষ প্রবেশ করার চেষ্টা করেছে বলে কোনো খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন: