
ছবি: সংগৃহীত
ফেডারেল অভিবাসন কার্যক্রম বাস্তবায়ন নিয়ে সীমিত সহযোগিতা করার নীতি গ্রহণ করায় নিউইয়র্ক রাজ্যের বিরুদ্ধে মামলা করার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে)। এর ফলে গভর্নর ক্যাথি হোকুল, রাজ্যের এজি লেইটিটিয়া জেমস ও ডিএমভি প্রধান মার্ক শ্রয়েডার অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির নজরদারির মধ্যে রয়েছেন।
বন্ডি ঘোষণা করেছেন, ‘এটি হলো নতুন ডিওজে। নিউইয়র্ক আমেরিকান নাগরিকদের বিপরীতে অবৈধ বিদেশিদের অগ্রাধিকার দেওয়ার নীতি গ্রহণ করেছে। এটা বন্ধ করতে হবে। আজই বন্ধ করতে হবে।’
তিনি বলেন, ‘আপনারা জানেন, আমরা ইলিনয়েসের বিরুদ্ধে মামলা করেছি। নিউইয়র্ক কথা শোনেনি। ফলে এখন তারা হবে পরবর্তী রাজ্য।’
গত সপ্তাহে বিচার বিভাগ এক ফেডারেল বিচারককে অবিলম্বে ইলিনয়স ও শিকাগোর আশ্রয় প্রদান নীতি বাতিল করার নির্দেশ দেয়। বিচার বিভাগ যুক্তি দেয়, রাজ্য ও স্থানীয় কর্মকর্তারা ‘ফেডারেল সরকারের অভিবাসী আইন বাস্তবয়নের পথে বাধা এবং ফেডারেল অভিবাসন বাস্তবায়েেনর বিরুদ্ধে বৈষম্য করছে।’
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বন্ডি নিউইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত তথাকথিত ‘আশ্রয় প্রদান এখতিয়ারে’ তহবিল সংস্থান ৬০ দিনের জন্য স্থগিত করেন।
এসব আইনের মাধ্যমে ২০২৩ সালে কেবল নিউইয়র্ক সিটিই ১.৫৬ বিলিয়ন ডলারের বেশি অর্থ পেয়েছে বলে সেন্টার ফর ইমিগ্রেশন সার্ভিসেস জানিয়েছে।
বিচার বিভাগ ২০২৫ অর্থবছরে নগরীর বিভিন্ন সংস্থাকে আট বিলিয়ন ডলারের বেশি তহবিল দেবে বলে প্রত্যাশা করা হয়েছিল।
তবে বন্ডি তার বিভাগকে অবৈধ বিদেশিদের পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সমর্থন প্রদানকারী এনজিওগুলোকে কোনো ধরনের ফেডারেল তহবিল প্রদান না করার জন্য নির্দেশ দিয়েছেন।
সীমান্ত জার টম হম্যান দেশব্যাপী অভিবাসনবিরোধী অভিযান জোরদার করার প্রেক্ষাপটে এই নির্দেশনা দেওয়া হলো। তিনি দোষী সাব্যস্ত ১১ হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
অনেক অভিবাসীকে ইতোমধ্যেই ভেনেজুয়েলা, কলম্বিয়ার মতো তাদের আদি দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
নীল রাজ্যগুলোর কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা অনেক আগে থেকেই আশ্রয় প্রদানের নীতি বাতিল করার পক্ষে বক্তব্য দিয়ে আসছিলেন। তারা অভিযোগ করছিলেন, এই নীতির ফলে অভিবাসীরা ফেডারেল হেফাজত এড়িয়ে যেতে পারে, নানা ধরনের জঘন্য অপরাধে লিপ্ত হয়।
তবে যোগাযোগ করা হলেও নতুন নির্দেশনার ব্যাপারে হোকুল, জেমস বা শ্রয়েডারের মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।